শেখ জামালের জন্মবার্ষিকীতে নগর যুবলীগের দোয়া

খবর বিজ্ঞপ্তি ঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের দ্বিতীয় পুত্র শেখ জামালের ৭১তম জন্মদিন উপলক্ষে দোয়ার আয়োজন করেছে খুলনা মহানগর যুবলীগ। আজ রবিবার বাদ মাগরিব নগরীর শঙ্খ মার্কেটস্থ আজমেরী জামে মসজিদে এই দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, নগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ। আরো উপস্থিত ছিলেন, নগর যুবলীগ নেতা মোস্তফা শিকদার, ওয়ার্ড যুবলীগ নেতা রিপন ইসলাম, কাঞ্চন শিকদার, লাবু আহম্মেদ, জামিল আহমেদ সোহাগ, সাবেক ছাত্রনেতা সবুজ হাজরা, সবুজ হাজরা, শামীম হায়দার, হাবীবুর রহমান সুমন, মীর শওকত রাসেল, ইমতিয়াজ আহম্মেদ শুভ, খুলনা মহানগর ছাত্রলীগ নেতা জব্বার আলী হীরা, জহির আব্বাস, রফিকুল ইসলাম রফিক, জনি বসু, য্বুলীগ কর্মী জিহাদ হোসেন, একরাম হোসেন, তাজুল হোসেম রোমেল, বাবু, সুমন হোসেন, জুয়েল, বাবু সাহা, চৌধুরী রুমেল, মোঃ বাবু প্রমুখ। এছাড়াও আজমেরী জামে মসজিদ ও মাদ্রাসার এতিম শিশুরাও দোয়ায় অংশগ্রহন করে।
এ সময় ১৯৭৫ সালের ১৫ আগষ্ট ইতিহাসের সবথেকে নিকৃষ্টতম হত্যাকান্ডে নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব, বঙ্গবন্ধুর ভাই শহীদ শেখ আবু নাসের, বঙ্গবন্ধুর পুত্র শেখ জামাল, শেখ কামাল ও শেখ রাসেলসহ নিহত সকল শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনা করে মহান আল্লাহের নিকট প্রার্থনা করা হয়।