শ্লীলতাহানী ও চেইন ছিনতাই মামলায় আদালতের রায় আজ

বাগেরহাটে রাস্তায় স্বামীর সামনে গৃহবধুকে মারপিট
বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাট সদর উপজেলা ডেমা মির্জাপুর এলাকায় রাস্তায় স্বামীর সম্মুখে একজন নারীকে মারপিট শ্লীলতাহানী গলার সোনার চেইন ছিনতাই মামলায় আজ সোমবার আদালতে বিচার কাজ সম্পন্ন হবে বলে জানা গেছে। মামলায় আদালতে অভিযোগপত্র দাখিলের পর নির্ধারিত স্বাক্ষীদের স্বাক্ষ্য গ্রহনশেষে সোমবার(২৯ এপ্রিল) বাগেরহাট অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্টেট আদালতে বিচারের রায় ঘোষনা করা হবে তারিখ নির্ধারন করা হয়েছে। রায়ে সঠিক বিচার পাবেন বলে মনে করেন মামলার বাদী ভিকটিম ফিরোজা আক্তার কেয়া। ঘটনা বিষয়ে রবিবার সকালে আদালত সুত্রে জানা গেছে, সদর উপজেলার ডেমা ইউনিয়নের পিসি ডেমা গ্রামের রাসেল হাওলাদারের স্ত্রী ফিরোজা আক্তার কেয়া কে পুর্ব-বিরোধের জের ধরে গত ২০২২ এর ১৮ জুন বিকেলে স্থানীয় মীর্জাপুর এলাকায় ব্রীজের কাছে স্বামীর সামনে বেধড়ক মারপিট করে তার গলায় থাকা অধর্-লক্ষধিক টাকা মুল্যের একটি স্বর্নের চেইন নিয়ে যায়। আহত অবস্থায় কেয়া বেগম কে বাগেরহাট জেলা সদর হাসপাতালে ভর্ত্তি করা হয়। পরে ফিরোজা আক্তার কেয়া বাদী হয়ে সদর উপজেলার ডেমা গ্রামের মৃত জলিল হাওলাদারের ছেলে সন্ত্রাসী মোঃ নাসির হাওলাদার কে আসামী করে বাগেরহাট সদর মডেল থানায় একটি মামলা করেন। মামলাটির তদন্ত কর্মকর্তা সদর মডেল থানার এসআই কাজী মুরাদ হোসেন তদন্ত শেষে গৃহবধুর অভিযোগের সত্যতা পেয়ে ওই বছরের ৭ জুলাই আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। ভিকটিম গৃহধুর স্বামী রাসেল হাওলাদার বলেন, স্থানীয় বিরোধের জের ধরে নাসির হাওলাদার ওই দিন বিকেলে আমার স্ত্রীকে বেধড়ক মারপিট করে। এ সময় আমি স্ত্রীকে উদ্ধার করতে গেলে আমাকেও মারপিট করে। ঘটনার সময় নাসির আমার স্ত্রীর গলা থেকে স্বর্নের চেইন ছিনিয়ে নিয়ে যায়। আমরা হাসপাতালে চিকিৎসা নিয়ে পরে বাগেরহাট সদর মডেল থানায় মামলা করি। থানা পুলিশ তদন্তশেষে আদালতে নাসিরের বিরুদ্ধে চার্জশীট দিয়েছে। আদালতের বিজ্ঞ বিচারক ইতোমধ্যে স্বাক্ষীদের স্বাক্ষ্য নিয়েছেন। সব কিছু ঠিক থাকলে আজ সোমবার(২৯ এপ্রিল) মামলার রায় ঘোষনা করবেন।