স্থানীয় সংবাদ
নগরীতে মদ গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো-নগরীর দৌলতপুর দেয়ানা উত্তরপাড়ার বাসিন্দা শেখ মোস্তাক আহম্মেদের ছেলে রাব্বি শেখ(২৯), শিরোমণির মৃত: রফিকুল শেখের ছেলে মোঃ জুয়েল শেখ(২৬), নিজখামারের সহাদেব মালীর ছেলে কার্তিক মালী(২৮)। এদেরকে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক কারবারিদের নিকট হতে ৩০০ গ্রাম গাঁজা এবং ১৫ লিটার মদ আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৩ টি মাদক মামলা দায়ের করা হয়েছে।