শামীম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাঃ সম্পাদক নির্বাচিত
# ১২ পদে ভোট ২৮ মে #
স্পোর্টস রিপোর্টার ঃ খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার নির্বাচনে সাধারণ সম্পাদক পদে কাজী শামীম আহসান বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সোমবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে প্রতিদ্বন্দ্বিতা প্রার্থী এস এম মোর্ত্তজা রশিদী দারা মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলে সোমবার রিটার্নিং কর্মকর্তা তাকে নির্বাচিত ঘোষণা করেন। একইভাবে যুগ্ম সম্পাদক পদে আনোয়ারুল হক শাহী ও হাসান জহির মুকুল, মহিলা (সদস্য) পদে মিসেস তানজিমা জেসমিন ও মিসেস পারভীন রহমান বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বিভাগীয় ক্রীড়া সংস্থার বাকি ১২টি পদে আগামী ২৮ মে আবু নাসের স্টেডিয়ামে ভোটগ্রহণ করা হবে। সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ৮৮টি জন ক্রীড়া সংগঠক ভোট দিবেন। অন্য পদে প্রার্থীরা হলেন সহ-সভাপতির ৩টি পদে অনুপ কুমার নন্দী, ইয়াকুব কবীর, আয়ুব খান বুলু ও সাইফুজ্জামান তাজুসহ মোট ৪ জন, অতিরিক্ত সাধারণ সম্পাদকের একটি পদে কে এম ইকবাল হোসেন ও হাজী মো. মোতালেব মিয়া, কোষাধ্যক্ষ পদে মুস্তাফিজুর রহমান ও সৈয়দ আলতাফ হোসেন টিপু প্রতিদ্বন্দ্বিতা করছেন।এছাড়া সদস্যের ৭টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এস এম কাদেরী সবু, ফরহাদ নেওয়াজ শিমু, বেলাল হোসেন, মনোয়ার আলী মনু, আবদুল্লাহ হেল কাফি, নাজমুল ইসলাম, ফোরকান আহমেদ, রাশিদুল ইসলাম, শফিকুল ইসলাম, হাসানুজ্জামান, রাশিদুর রহমান রাসেল ও শেখ হেমায়েত উল্লা। প্রসঙ্গত, খুলনা বিভাগীয় কমিশনার পদাধিকার বলে বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতির দায়িত্ব পালন করেন।