স্থানীয় সংবাদ

কুয়েট এ্যালামনাই এসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তিঃ কুয়েট এ্যালামনাই এসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা ৩১মে শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। কুয়েট অডিটরিয়ামে ১৯৭২ ব্যাচ থেকে শুরু করে ২০১৮ ব্যাচের প্রায় দুই শতাধিক এ্যালামনাই ২য় বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণ করেন। ৩১মে শুক্রবার সকাল ১০টায় বিশ^বিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে ২য় বার্ষিক সাধারণ সভা উপলক্ষে আয়োজিত জব ফেয়ার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ও কুয়েট এ্যালামনাই এসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার। ১১টায় অডিটরিয়ামে কুয়েট এ্যালামনাই এসোসিয়েশনের প্রেসিডেন্ট প্রফেসর ড. বাসুদেব চন্দ্র ঘোষ এর সভাপতিত্বে বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন কুয়েট এ্যালামনাই এসোসিয়েশনের সেক্রেটারী জেনারেল প্রফেসর ড. মোঃ আবু জাকির মোর্শেদ। এসময় কুয়েট এ্যালামনাই এসোসিয়েশনের বোর্ড অব ট্রাস্টিজ এর সদস্যবৃন্দ মঞ্চে উপস্থিত ছিলেন। এরপর উপস্থাপিত প্রতিবেদনের উপর এ্যালামনাইবৃন্দ আলোচনা করেন এবং মতামত দেন। এছাড়াও, দিনব্যাপী বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময়, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button