স্থানীয় সংবাদ

ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষ : চালকসহ নিহত ২

ডুমুরিয়া প্রতিনিধি / স্টাফ রিপোর্টার ঃ খুলনায় যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে প্রাইভেটকারের চালকসহ ২জন নিহত ও চারজন আহত হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। রোববার দুপুরে ডুমুরিয়া উপজেলার খুলনা-সাতক্ষীরা মহাসড়কের খর্ণিয়া ইউনিয়নের মেছাঘোনা ফুটবল মাঠের সামনে এ দুর্ঘনা ঘটে। নিহতরা হলেন, প্রাইভেটকারের চালক মোহন লাল বিশ^াস (৬০) ও যাত্রী আশুতোষ ঘোষ (৫৫)। খর্ণিয়া হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) মো. হাসানুর রহমান সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেন। নিহত দুজনের বাড়ি সাতক্ষীরা জেলার তালা উপজেলার পাটকেলঘাটা গ্রামে। প্রত্যক্ষদর্শী ও খর্ণিয়া হাইওয়ে থানার সহকারী পরিদর্শক (এস আই) পারভেজ মুন্সী জানান, রবিবার দুুপুর আড়াইটার দিকে ডুমুরিয়া উপজেলার খুলনা-সাতক্ষীরা মহাসড়কের খর্ণিয়া ইউনিয়নের মেছাঘোনা ফুটবল মাঠের সামনে খুলনাগামী যাত্রীবাহী বাসের (খুলনা মেট্রো ব-১১-০২১৮) সঙ্গে বিপরীতগামী প্রাইভেটকারের (ঢাকা মেট্রো গ-২১-৭২২১) মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষে প্রাইভেটকারটির ছাদসহ যাত্রীরা রাস্তার ওপর ছিটকে পড়ে। এতে প্রাইভেটকারের চালক মোহন লাল বিশ^াস ও প্রাইভেটকারের যাত্রী আশুতোষ ঘোষ ঘটনাস্থলে নিহত হয়। এছাড়া প্রাইভেটকারের অপর যাত্রী শামসুজ্জামান এবং বাসের যাত্রী সাব্বির খান, যুঁথি ও লাবনী আহত হয়। খবর পেয়ে খর্ণিয়া হাইওয়ে থানা পুলিশ প্রাইভেটকারের চালক মোহন লাল বিশ^াস ও আশুতোষ ঘোষের লাশ এবং আহতদের উদ্ধার করে। আহত চারজনের মধ্যে শামসুজ্জামানকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া বাকি তিনজন ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স লিপিকা হালদার জানান, প্রাইভেটকারের যাত্রীরা লক্ষ্মীপুরে একটি ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোহন লাল পেশায় হোমিও চিকিৎসক ও আশুতোষ ঘোষ ব্যাংকার ছিলেন। খর্ণিয়া হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) মো. হাসানুর রহমান জানান, ঘাতক বাস ও প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। তবে ঘটনার সঙ্গে সঙ্গে বাসের চালক ও হেলপার-কন্ডাক্টর পালিয়ে গেছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button