স্থানীয় সংবাদ

খুলনাবাসীর প্রতি বিএনপির কৃতজ্ঞতা প্রকাশ

# কোকো স্মৃতি টুর্নামেন্ট সফল করায় #

খবর বিজ্ঞপ্তিঃ খুলনায় বিভাগীয় পর্যায়ের আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর খেলা সফল করায় খুলনা বিভাগের ১০ জেলাসহ খুলনাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে বিএনপি নেতৃবৃন্দ। সোমবার (১০ জুন) বিএনপি মিডিয়া সেল প্রদত্ত সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনের পক্ষ থেকে এ কৃতজ্ঞতা জানানো হয়। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল, ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী বিবৃতিতে খুলনা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বস্তরের নেতা-কর্মীরা পরিশ্রম করে খুলনায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৪ সফল করেছেন। বিএনপিকে জনগণের দল উল্লেখ করে বিবৃতিতে আরো উল্লেখ করেন, মাদকের ছোবল থেকে তরুন ও যুব সমাজকে খেলার মাঠে আনার জন্য খুলনা রেলওয়ে মাঠে কোকো স্মৃতি টুর্নামেন্ট এ সাধারণ মানুষ বাঁধভাঙা জোয়ারের মতো অংশ নিয়ে খেলার মাঠে জনসমুদ্রে পরিণত করেছেন। এ জন্য বিএনপি খুলনাবাসীর কাছে চিরকৃতজ্ঞ। খেলার মাঠে জনস্রোতে প্রমাণ করেছে খুলনার মাটি বিএনপির ঘাঁটি। খুলনাবাসী প্রমাণ করে দিয়েছেন, তাঁরা আর এই ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতায় দেখতে চান না। আগামী দিনেও বিএনপির গণতান্ত্রিক আন্দোলনে খুলনাবাসি বিএনপির সঙ্গে থাকবে বলে বিএনপির নেতারা বিজ্ঞপ্তিতে আশা প্রকাশ করেছেন। একই সাথে খেলায় অংশগ্রহনকারী সবুজ ও লাল দলকে অভিনন্দন জানিয়েছেন নেতৃবৃন্দ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button