আশাশুনিতে মৎস্য ঘেরে লুটপাট মারধরের অভিযোগ : আহত ৪
স্টাফ রিপোর্টার ঃ মৎস্য ঘেরে জোরপূর্বক প্রবেশ করে ঘের মালিকসহ চারজনকে মারধর, ভাংচুর ও নগদ টাকা ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। গত ১০ জুন সন্ধ্যা ৭টার দিকে ২৫/২৬ জন দুর্বৃত্ত দেশী অস্ত্র নিয়ে ঘেরে হামলা করে এ ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে। দুর্বৃত্তদের হামলায় ঘের মালিকসহ চার জন আহত হয়েছে। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আশাশুনি থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়, সাতক্ষীরার আশাশুনি থানার কোদন্ডা গ্রামের বাসিন্দা আব্দুস সাত্তার গাজীর ছেলে আশরাফুর রহমান (৩০)। তিনি আশাশুনি থানাধীন সন্দলপুর মৌজায় সন্দলপুর বিলে খরিদা ও ডিডকৃত ৮ বিঘা জমিতে মৎস্য ঘের করেছেন। আনন্দ অধিকারীর নেতৃত্বে একটি দুর্বৃত্ত চক্র ওই ঘের দখলের জন্য দীর্ঘ দিন ধরে নানা ধরণের ষড়যন্ত্র করে আসছে। তারই ধারাবাহিকতায় গত ১০ জুন সন্ধ্যায় আনন্দ অধিকারীর নেতৃত্বে একদল দুর্বৃত্ত ঘেরে চড়াও হয়। দুর্বৃত্তরা হাতে ধারালো দা, চাইনিজ কুড়াল, লোহার রড, জি, আই, পাইপ, বাঁশের লাঠি, খেপলা জাল সহকারে বেআইনী জনতাবদ্ধে বাদীর মৎস্য ঘেরের মধ্যে অনাধিকার ভাবে প্রবেশ করে জোরপূর্বক মাছ ধরতে শুরু করে। এ সময় ঘের মালিক আশরাফুর রহমানকে (৩০) ঠেকাতে গেলে দুর্বৃত্তরা তাকে মারধর করে আহত করে। ভিকটিমের বাবা আব্দুস সাত্তার গাজী, চাচা গোলাম মোস্তফা (৫৬), খালাত ভাই মোঃ কুদ্দুস সানা (২৫) ঠেকাতে গেলে দুর্বৃত্তরা তাদেরকে মারধর করে রক্তাক্ত জখম করে। এ সময় দুর্বৃত্তরা নগদ তিন লাখ টাকা লুট ও দেড় লাখ টাকার সম্পদ ক্ষতি সাধন করে।