রূপসায় নবনির্বাচিত চেয়ারম্যান হাবিবকে শ্রমিক লীগের সংবর্ধনা
স্টাফ রিপোর্টার: রূপসা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এস এম হাবিবকে টাকার মালা ও ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রূপসা উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহবায়ক মো. মফিজুল ইসলামের পক্ষ থেকে পূর্ব রূপসা ঘাট চত্ত্বরে শুক্রবার (রাত ৯ টায়) এ টাকার মালা দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। সেই সাথে তাকে মিষ্টি মুখও করানো হয়। এসময় উপস্থিত ছিলেন, শ্রমিক লীগ নেতা মো. কবির শেখ, মো. ফজলু মাতুব্বর, মো. হাসান বেপারি, ছাত্রলীগ নেতা মো. রাসেল শেখ, শাওন, রাব্বি, আব্দুল্লাহ, রাব্বি, নাহিদ, নাজমুল, হকার্স ইউনিয়ন নেতা মো. মোতালেব হোসেন, নজু মিনা, এশারাত হাওলাদার, শুকুর ডাকুয়া, হাসান শেখ, জুয়েল হাওলাদার, ইব্রাহিম শেখ, জামাল হোসাইন, মনিরুল শেখ, নান্না তালুকদার, আলামিন শেখ, জামাল শেখ, রফিক মিনা, জাকির মল্লিক, মহিলা নেত্রী চম্পা বেগম, সালমা বেগম, রুমিছা বেগম, লাইজু বেগম, জেসমিন, তামান্না, রেখা, মুক্তা প্রমুখ।