স্থানীয় সংবাদ

অভয়নগরে ট্রাক মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

অভয়নগর (যশোর) প্রতিনিধি ঃ যশোরের অভয়নগরে বালু বোঝায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কাজল (৩০) নামের এক যুবক নিহত হয়েছে। গতকাল শনিবার (২২ জুন) বিকালে উপজেলার পায়রা ইউনিয়নের কাদিরপাড়া বাইতুর রব জামে মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত কাজল কাদিরপাড়া গ্রামের মৃত সামছুর গোলদারের ছেলে। জানা যায়, ঢাকার একটি কম্পানিতে প্রাইভেটকারের ড্রাইভার হিসাবে কর্মরত ছিল। ঢাক থেকে গত রোজার ঈদে বাড়ি আসে এরপর আর ঢাকা যায়নি। শনিবার দুপুরে বিশেষ প্রয়োজনে কাদিরপাড়া থেকে নওয়াপাড়ার উদ্দেশ্যে রওনা হয়। এসময় কাদিরপাড়া বাইতুর রব জামে মসজিদের সামনে এলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি পালসার মোটরসাইকেল যোগে নিহত কাজল হঠাৎ ব্রেক করে সড়কে পড়ে যায় এমন সময় একটি বালু বোঝায় ট্রাক তার শরীরের উপর দিয়ে চলে যায়। ঘাতক ট্রাক ও ড্রাইভারকে আটকের চেষ্টা করেও ব্যার্থ হয় এলাকাবাসী। পরে অপর একটি বালুর আসলে তার ড্রাইভারকে আটক করে জনতা৷এব্যাপারে অভয়নগর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) শুভ্র প্রকাশ দাশ বলেন, ঘাতক ড্রাইভারকে আটকের চেষ্টা চলছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button