স্থানীয় সংবাদ

নগরীর দৌলতপুরে তামাক বিরোধী ভ্রাম্যমান আদালতের অভিযান

স্টাফ রিপোর্টার ঃ খুলনায় ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন ২০০৫ বাস্তবায়নে মোবাইল কোর্টে জরিমানা আদায় করা হয়েছে। সোমবার সকালে জেলা টাস্কফোর্স কমিটি খুলনার পরিচালনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজার নির্দেশে মোবাইল কোর্ট পরিচালনা করেন খুলনা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস। মোবাইল কোর্ট চলাকালীন নগরীর দৌলতপুর থানা এলাকার বিএল কলেজ ও ডে-নাইট কলেজের সামনে থেকে তামাকজাত দ্রব্যের বিভিন্ন অবৈধ বিজ্ঞাপন জব্দ করে ধ্বংস করা হয়। এ সময় দোকানদারসহ স্থানীয়দেরকে সতর্ক করা হয়। অবৈধ বিজ্ঞাপণ প্রচারণার দায়ে মো: আজাদ (৩৫), মোঃ নয়ন (২৩), মোঃ আলম শেখ (২৩) এবং রেজওয়ান ইকবাল (৩৫) কে পৃথকভাবে চারটি মামলায় সর্বমোট তিন হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন তামাক বিরোধী সংগঠন এইড ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার কাজী মোহাম্মদ হাসিবুল হক ও বাংলাদেশ পুলিশ দৌলতপুর থানার এসআই সুব্রত কুমার বরালসহ পুলিশের একটি চৌকস দল। তামাক নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের এ ধরনের উদ্যোগ চলমান থাকবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button