স্থানীয় সংবাদ

যশোরে সাংবাদিকদের পেশাগত মানের প্রশংসা করলেন বিদায়ী পুলিশ সুপার

যশোর ব্যুরো ঃ যশোরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন বিদায়ী পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদন্নোতিপ্রাপ্ত) প্রলয় কুমার জোয়ারদার। বুধবার ২৬ জুন দুপুরে যশোর পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বিদায়ী পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বলেন, আইন-শৃংখলা সমুন্নত রাখতে পুলিশ ও সাংবাদিকদের কাজ এক ও অভিন্ন। যশোরে কর্মকালীন তিন বছরে আইন শৃংখলা বিষয়ে সকল সমস্যা সমাধানে সাংবাদিকদের সহযোগিতা পেয়েছি আমি। পুলিশ এবং সাংবাদিকদের দিবা-রাত্রী, খরা, রোদ বৃষ্টির মধ্যে পেশাগত দায়িত্ব পালন করতে হয়। এজন্য পুলিশ এবং সাংবাদিকদের সম্পর্কটা হয় বা হওয়া উচিত নিবিড়। পুলিশ থেকে শুরু করে সকল সরকারি কর্মকর্তা, কর্মচারী, রাজনৈতিক ব্যাক্তিবর্গ সকলেই নিজ নিজ জায়গা থেকে পেশাগত দায়িত্ব সঠিকভাবে পালন করে। কারণ কেন রকম দূর্নিতী বা অনিয়ম করলে পেপার বা সংবাদপত্রে লেখালেখি হবে। তেমনি আমিও আমার জায়গা থেকে আমার পেশাগত জায়গা থেকে শতভাগ দায়িত্বশীলতা, সততা, নিষ্ঠা, নিরেপক্ষতা ও সাহসীকতার সাথে যশোরের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছি।’
পুলিশ সুপার আরও বলেন,যশোরের সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের প্রশংসা করে বিদায়ী পুলিশ সুপার বলেন,যশোরের সংবাদকর্মীরা মাঠে ময়দানে পরিশ্রম করে বস্তুনিষ্ট সংবাদ প্রকাশ করে। যশোরে পুলিশ সুপার হিসেবে কর্মকালীন সময়ে আমি যশোরের সংবাদকর্মীদের কাছ থেকে অনেক সহোযোগিতা পেয়েছি। আমি এর আগে অনেক জায়গায় দায়িত্ব পালন করেছি। তবে আমার কাছে মনে হয়েছে যশোরের সাংবাদকর্মীদের পেশাগত মান অনেক ভালো।
তিনি বলেন যশোরের সাংবাদিক ভাইদের সাথে সহোযোগিতাপূর্ণ আচারণের মাধ্যমে অন্যায় অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে একটি সুন্দর যশোর গড়তে কাজ করবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম সিদ্দিকী,ফিরোজ কবিরসহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দসহ যশোর জেলায় কর্মরত বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
প্রসঙ্গত,যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার অতিরিক্ত ডিআইজি পদে পদন্নোতি পেয়ে ঢাকায় বদলি হয়েছেন।মাদারীপুর জেলার পুলিশ সুপার মোঃ মাসুদ আলম যশোরে পুলিশ সুপার হিসেবে দুই এক দিনের মধ্যে যোগদান করবেন বলে শোনা গেছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button