স্থানীয় সংবাদ

যশোরে গৃহবধূকে যৌতুক দাবি করে নির্যাতনের ঘটনায় মামলা

যশোর ব্যুরো ঃ বিয়ের শুরু থেকে যৌতুকের ৩লাখ টাকার জন্য গৃহবধূ মোছাঃ জিনি খাতুন (২০)কে নির্যাতনসহ অমানুষিক অত্যাচার করার ঘটনায় আদালতের নির্দেশে বৃহস্পতিবার রাতে কোতয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। মামলাটি করেন, যশোর সদর উপজেলার খোজারহাট গ্রামের আব্বাস আলী বাবলুর শেয়ে মোছাঃ জিনি খাতুন। মামলায় আসামী করেন,স্বামী যশোর সদর উপজেলার কাশিমপুর গ্রামের মৃত আয়ূব আলী হোসেনের ছেলে সোহেল রানা,ভাসুর সুলতান ও দেবর সোহান।
মামলায় গৃহবধূ উল্লেখ করেন, বিগত ২০২১ সালের ১৮ অক্টোবর ইসলামী শরিয়ত মোতাবেক বাদিও সাথে সোহেল রানার বিয়ে হয়। বিয়ের সময় গৃহবধূর পিতার কাছে সোহেল রানা যৌতুক দাবি করলে সে যৌতুক থেকে সরে দাড়িয়ে তার মেয়েকে বিয়ে করার কথা বলে। তারপর বিয়ের পর গৃহবধূ ঘর সংসারকালে গৃহবধূর কাছে স্বামীর চাওয়া ৩লাখ টাকা যৌতুক দাবে করে নিয়াতন শুরু করে। মেয়েল সুখের কথা চিন্তাকরে ধার দেনা করে বাদির পিতা সোহেল রানাকে ১লাখ টাকা যৌতুক প্রদান করেন। তাকে সোহেল রানা সন্তুুষ্ট না হয়ে যৌতুকের ২লাখ টাকা দাবি করেন মানষিক নির্যাতন শুরু করেন। বাদিকে বিভিন্ন সময় যৌতুকের জন্য স্বামী তার দুই ভাইয়ের প্ররোচনায় গৃহবধূকে মারপিট করে। টাকা না দিলে গৃহবধূকে তার বাপের বাড়ি হতে ফিরিয়ে নেবেনা। অনেকবার মিমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়ে ২০ জুন কোতয়ালি থানায় মামলা করতে গেলে থানা পুলিশ কোর্টে যাওয়ার পরামর্শ দেন। থানায় অভিযোগ আমলে নিয়ে কোতয়ালি থানার অফিসার ইনচার্জকে মামলা গ্রহনের নির্দেশ দেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button