স্থানীয় সংবাদ
নগরীতে গাঁজাসহ দু’ মাদক কারবারি গ্রেফতার
স্টাফ রিপোর্টারঃ গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী অভিযানে দু’ মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- নগরীর বিআইডিসি রোড খালিশপুরের বাসিন্দা মৃত: বাহার উদ্দীনের ছেলে রমজান আলী সোহান ওরফে রকি(২০) এবং রায়ের মহল ব্যাংক কলোনীর বাসিন্দা মৃত: কাজল মোল্যার ছেলে অমিত হাসান রনি(২০)। এদেরকে মহানগরীর খালিশপুর ও আড়ংঘাটা থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক কারবারিদ্বয়ের নিকট হতে ৪৫০ গ্রাম গাঁজা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদ্বয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ২ টি মাদক মামলা দায়ের করা হয়েছে।