স্থানীয় সংবাদ

বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতির উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল

খবর বিজ্ঞপ্তি ঃ বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি, খুলনার আজীবন সদস্য ও উপদেষ্টা অতি সম্প্রতি প্রয়াত বানরগাতি ইসলাম কমিশনারের মোড়স্থ হাজী তমিজ উদ্দিন রোডের বাসিন্দা আলহাজ্ব এ কে এম শাহাজাহান মিঞার স্মরণে সমিতির উদ্যোগে এক স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অদ্য ০৪.০৭.২৪ তারিখ বাদ আছর মহানগরীর ডাকবাংলাস্থ খুলনা চেম্বার অব কমার্স এর মসজিদে আয়োজিত উক্ত স্মরণ সভায় সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এডভোকেট আব্দুল মালেকের সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন সমিতির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব রোটারিয়ান আলতাফ হোসেন। সাধারণ সম্পাদক আলহাজ্ব রোটারিয়ান ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদারের সঞ্চালনায় মরহুমের জীবনের বিভিন্ন দিক নিয়ে অন্যান্যের মধ্যে আলোচনা করেন সমিতির নেতা খুলনা ওয়াসার ডিএমডি আলহাজ্ব ইঞ্জিনিয়ার কামাল উদ্দিন, কাজী নুরুল ইসলাম, এম এ সালাম, বীর মুক্তিযোদ্ধা কাজী মতিয়ার রহমান, আলহাজ্ব এনামুল কবীর, এডভোকেট মুফতি শহিদুল ইসলাম, খুরশিদ জাহান আসমা , আলহাজ্ব হুমায়ুন কবীর বালি, রোটারিয়ান আল আমিন রাকিব, আব্দুস সালাম মোল্লা, হুমায়ুন কবীর খান, মো: আলী হোসেন রোটারিয়ান রুহুল আমিন মিঠু, শিক্ষক আবুল কালাম, মুজিবর রহমান বাবুল, চৌধুরী শাবাব উদ্দিন বাবর এবং মরহুমের ব্ড় সন্তান খুলনা বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান প্রকৌশলী রোটারিয়ান ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান পলাশ। সভা থেকে চেম্বারের সভাপতির প্রয়াত বড় ভাই, সমিতির বড় আপা প্রয়াত আলহাজ্ব অধ্যক্ষ দেলোয়ারা বেগমসহ সকল প্রয়াত সদস্যের বিদেহী আত্মার মাগফেরাত এবং অসুস্থ সদস্যদের সুস্থতা কামনায় দোয়া পরিচালনা করেন সমিতির ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব মুজিবর রহমান খন্দকার।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button