নগরীতে গাঁজা ইয়াবা এবং টাকাসহ ৭মাদক কারবারি গ্রেফতার
স্টাফ রিপোর্টারঃ গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে সাত মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো নগরীর ৪ নং ফুডঘাটের বাসিন্দা ইউনুস শিকদারের স্ত্রী সেলিনা বেগম ওরফে হেলী(৪০), ৪ নং ফুডঘাটের মৃত: মোতালেব হাওলাদারের ছেলে মোঃ নয়ন হাওলাদার(৩০), হোগলাডাঙ্গা উত্তরপাড়ার মৃত: মতি গাজীর ছেলে মোঃ রুম্মান গাজী(২১), জিরোপয়েন্টের বাসিন্দা কবির তালুকদারের ছেলে মোঃ হাসান তালুকদার(২২), চরেরহাট আরমান ক্লিনিকের পাশের মোঃ হানিফের ছেলে মোঃ রাকিব(২১), রূপসা স্ট্যান্ড রোডের মনিরুল ইসলামের ছেলে মোঃ তানভীর ইসলাম ওরফে নিলয়(২৪), কালীবাড়ির বাসিন্দা শাহা আলম শিকদারের ছেলে রাকিবুল হাসান শিকদার(২২)। এদেরকে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক কারবারিদের নিকট হতে ৫০৫ গ্রাম গাঁজা ও ৯১পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয়লব্ধ ৩ হাজিার ২শ’ টাকাসহ আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৬ টি মাদক মামলা দায়ের করা হয়েছে।