শেখ ইকবাল হোসেন মোটরসাইকেল দূর্ঘটনায় গুরুতর আহত
# ৩৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি #
আটরা গিলাতলা প্রতিনিধি ঃ নগরীর ৩৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শেখ ইকবাল হোসেন মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। গতকাল সকাল ১০টায় শিরোমণি কেডিএ নিজস্ব বাসভবন থেকে মোটরসাইকেল যোগে শিরোমণি আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে শিরোমনি খানজাহান আলী কলেজের সামনে পৌঁছালে উল্টো দিক থেকে একটি ভ্যান গাড়ি তাকে সজোরে ধাক্কা দেয় । ঘটনাস্থলে তাঁর ডান পায়ে ক্ষতবিক্ষত হয়। তাৎক্ষণিক স্থানীয়রা চিকিৎসার জন্য তাকে ফুলবাড়িগেট একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করে। দুর্ঘটনায় কবলিত শেখ ইকবাল হোসেনকে দেখতে তার বাসভবনে যান এবং সুস্থতা কামনা করেন, এ সময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ জাহাঙ্গীর হোসেন, কাজী আজাদুর রহমান হীরক, শেখ ইফতেখার আলম বাপ্পী, শেখ হায়দার আলী, সাংবাদিক গাজী মাকুল উদ্দীন, ইসহাক আলী, অধ্যাপক সিরাজুল ইসলাম,সাজিদ আহমেদ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।