ট্যাংকলরীর সাবেক নেতা ফরহাদ হোসেনের অস্ত্রের লাইসেন্স বাতিল
স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিভাগীয় ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক শেখ ফরহাদ হোসেনের একনলা বন্দুক (শর্টগান) এর লাইসেন্স বাতিল করেছে জেলা প্রশাসন। গত ২ জুলাই খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন স্বাক্ষরিত এক অফিস আদেশে শর্টগানের লাইসেন্সটি বাতিলসহ অস্ত্রটি সরকারের অনুকুলে বাজেয়াপ্ত করার নির্দেশ প্রদান করা হয়েছে। শেখ ফরহাদ হোসেন খুলনা বিভাগীয় ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক থাকাকালিন এবং এর আগে ও পরে খালিশপুরে পদ্মা মেঘনা যমুনা তিনটি তেল ডিপোর ডেলিভারি পয়েন্টে শর্ট নিয়ে ট্যাংকলরীর ড্রাইভার, হেলাপার ও তেল ডিপোর মিটারম্যানদেন ভয়ভীতি, চাপ প্রয়োগসহ জোর করে তেল আদায় করার অভিযোগ ওঠে। এ বিষয়ে গত ১৮ এপ্রিল বিশেষ পুলিশ সুপার (সিএসবি)’র তদন্ত প্রতিবেদনে শেখ ফরহাদ হোসেনের বিরুদ্ধে অভিযোগের প্রমান মেলে। সিএসবির প্রতিবেদনটি জেলা প্রশাসক বরাবর পাঠানো হয়। প্রতিবেদনের ভিত্তিতে জেলা প্রশাসক লাইসেন্স বাতিল, অস্ত্রটি বাজেয়াপ্ত ও সংশ্লিষ্ঠ থানাকে অস্ত্রটি সংরক্ষনে নির্দেশ দিয়েছেন।