খুলনার সিভিল সার্জন অফিসের সাবেক হিসাব রক্ষক গোলাম কিবরিয়ার জামিন না-মঞ্জুর
জ্ঞাত আয়বহির্ভুত সম্পদ অর্জনের অভিযোগ
স্টাফ রিপোর্টার : দুর্নীতির মামলায় খুলনা সিভিল সার্জন অফিস ও খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের সাবেক হিসাব রক্ষক গোলাম কিবরিয়ার জামিন না-মঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার দুদকের মামলায় গ্রেফতারের পর জামিনের আবেদন করলে খুলনা মহানগর দায়রা জজ আদালতের বিচারক শরীফ হোসেন হায়দার জামিন আবেদন না-মঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। দুদকের রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
আদালত সূত্র জানায়, প্রায় ১ কোটি ৯ লাখ ৮৯ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০২১ সালে দুদক খুলনার উপসহকারী পরিচালক ফয়সাল কাদের তার বিরুদ্ধে দুর্নীতি দমন অপরাধ ও মানি লন্ডারিং আইনে মামলা করেন দুদক। মামলায় ঐ বছরের ১৯ অক্টোবর গোলাম কিবরিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। প্রায় আড়াই বছর পলাতক থাকার পর গত ২১ জুন পুলিশ তাকে গ্রেফতার করে। এর আগে গত ২৯ ফেব্রুয়ারি দুদকের সহকারী পরিচালক মোহা. আল আমিন আদালতে অভিযোগপত্র দাখিল করেন ।
দুদকের আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মজিবর রহমান জানান, চাকরিকালীন গোলাম কিবরিয়া বিপুল পরিমাণ সরকারি অর্থ আত্মসাৎ করে অঢেল সম্পদ গড়ে তোলেন। বিভিন্ন স্থানে তার সম্পদের ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে।