দৌলতপুরে ইজিবাইক চুরি সিন্ডিকেট চক্রের ৩ সদস্য আটক : চুরি যাওয়া ইজিবাইকটি উদ্ধার
স্টাফ রিপোর্টার ঃ নগরীর দৌলতপুর থানা এলাকার পাবলা তিন দোকান মোড়স্থ জনৈক রাজ্জাকের ইজিবাইক গ্যারেজ হতে গত রবিবার (৭ জুলাই) একটি ইজিবাইক চুরির ঘটনা ঘটে। এই ঘটনায় ইজিবাইক মালিক দৌলতপুর তরুনসেনা রোডস্থ দত্তবাড়ি এলাকার বাসিন্দা দুলাল হাওলাদারের ছেলে জসিম হাওলাদার (৩৪) বাদী হয়ে সোমবার দিনগত রাতে অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই চুরির ঘটনাকে কেন্দ্র করে ইজিবাইক চুরির সাথে জড়িতদের গ্রেফতারের লক্ষে বিভিন্ন স্থানে অভিযান অব্যহত রাখে দৌলতপুর থানা পুলিশ। এই ধারাবাহিতায় দৌলতপুর থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৯ জুলাই) সকাল সাড়ে ৭ টার দিকে নগরীর লবণচরা থানা এলাকার মুহাম্মদ নগরস্থ জাহেদ জুনায়েদ এন্টার প্রাইজের সম্মুখ হতে ওই ইজিবাইক চুরির ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত আসামী ১. সোনাডাঙ্গা ইসলামিয়া কলেজ রোডস্থ মিলগলির আক্তারের ভাড়াটিয়া (বর্তমান ঠিকানা) মো. আব্দুল সত্তার মৃধার ছেলে মো. আমির মৃধা (৪৬) ২. খালিশপুর নয়াবাটি মনজুরের বাড়ির ভাড়াটিয়া মো. নুর ইসলামের ছেলে মো. পারভেজ (২৩) ও খালিশপুর হাউজিং ( বর্তমান ঠিকানা) এলাকার বাসিন্দা মো. রইচউদ্দিনের ছেলে আব্দুল্লাহ আল মামুন (৪০) কে গ্রেফতার করে দৌলতপুর থানা পুলিশ। একই সাথে চুরি হওয়া ইজিবাইকটিও উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা ইজিবাইক চুরির সাথে সম্পৃক্ত থাকার কথা স্ব^ীকার করে। মঙ্গলবার ( ৯ জুলাই) দুপুরে গ্রেফতারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মো. আলিমুজ্জামান জানান, গত রবিবার (৭ জুলাই) পাবলা তিন দোকান মোড় এলাকা হতে ইজিবাইক চুরির ঘটনায় ইজিবাইক মালিক অজ্ঞাত চোরদের বিরুদ্ধে মামলা করেন। মামলা তদন্তকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি এই চুরির ঘটনায় জড়িতরা লবণচরা থানাধীন এলাকার মুহাম্মদ নগরে অবস্থান করছে। তারই প্রেক্ষিতে অভিযান চালায় এবং চুরির সাথে জড়িত ৩ আসামিকে গ্রেফতার করি। একই সাথে চুরি হওয়া ইজিবাইকটিও উদ্ধার করত সক্ষম হই। মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবীর কুমার বিশ্বাস জানান, দৌলতপুর থানাধীন পাবলা এলাকায় ইজিবাইক চুরির ঘটনায় অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মামলা হয় এবং তদন্ত শুরু করি। আসামী ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালায়। মঙ্গলবার( ৯ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি লবণচরা থানা এলাকার মুহাম্মাদ নগরে ইজিবাইক চুরির সাথে জড়িতরা অবস্থান করছে। ওই সংবাদের প্রেক্ষিতে আসামি ধরতে অভিযানে নামি। ঘটনাস্থল থেকে চুরির সাথে জড়িত ৩ আসামিকে গ্রেফতার করি এবং চুরি হওয়া ইজিবাইকটিও উদ্ধার করি।