স্থানীয় সংবাদ

বাড়ি নির্মাণে শৃঙ্খলা ফেরাতে কেডিএ’র ব্যতিক্রমী উদ্যোগ

৫৬ জন ভবন মালিকের মাঝে নকশা বিতরণ

স্টাফ রিপোর্টারঃ খুলনাকে সুশৃঙ্খল, আধুনিক ও পরিবেশ বান্ধব মহানগরী গড়তে বিল্ডিং কোড ও আইন মেনে ঘরবাড়ি নির্মাণে সচেতনা সৃষ্টির ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) এর চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস এম মিরাজুল ইসলাম। কেডিএর আওতাভুক্ত এলাকায় যেকোন ধরনের ভবন নির্মানের জমির মালিক ও প্রতিষ্ঠানগুলি যেন বিদ্যমান আইন সম্পর্কে অবগত হয়ে বাড়ি নির্মাণ করে সেজন্য সচেতনতা সৃষ্টিতে কাজ শুরু করেছে কেডিএ কর্তৃপক্ষ। নগরীতে বাড়ি নির্মানে উচ্ছুক ব্যক্তি, প্রতিষ্ঠানের মালিক ও প্রতিনিধিদের সাথে মতবিনিময় করে তাদেরকে বিল্ডিং কোড ও আইন মেনে বাড়ি করার জন্য তাগিদ দেন কেডিএ চেয়ারম্যান। বুধবার বেলা ১১টায় কেডিএর কমিউনিটি সেন্টারে কেডিএ থেকে এনওসি এবং বিল্ডিংয়ের নকশার অনুমোদনপ্রাপ্ত ৫৬জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদেরকে নিয়ে এ সচেতনতামূলক মতবিনিময় সভায় তিনি এ তাগিদ দেন। কেডিএর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত মতবিনিময় সভায় কেডিএ চেয়ারম্যান পাওয়ার পয়েন্ট প্রেজেন্টশনের মাধ্যমে বিদ্যমান সরকারী ও কেডিএর আইন ও বিল্ডিং কোড অনুযায়ী করনীয় বিষয়ে নকশার অনুমোদনপ্রাপ্ত ব্যক্তিদেরকে বিস্তারিত অবহিত করেন। এ সময় তিনি জমির পরিমানের সাথে চারদিকে খোলা জায়গা, রাস্তা থেকে ভবনের দুরত্ব ও সরু রাস্তার জন্য কিভাবে ও কত পরিমান জমি ছাড় দিয়ে ভবন করতে হবে সে বিষয়ে আইন ও বিল্ডিং কোড নীতিমালা তুলে ধরেন। তিনি বলেন, নগরীতে কোন ধরনের ভবন নির্মান করতে হলে অবশ্যই ২০ ফুট রাস্তা অবশ্যই থাকতে হবে। ২০ ফুটের কম রাস্তা থাকলে সেখানে এনওসি এবং নকশার অনুমোদন দেয়া হবে না। এক্ষেত্রে ২০ ফুটের রাস্তা থাকলে রাস্তার সীমানা থেকে ৫ ফুট দুরত্বে, ১২ ফুট রাস্তা থাকলে রাস্তার সীমানা থেকে ৯ ফুট দুরত্বে এবং ৮ ফুট রাস্তা থাকলে ১১ ফুট দুরত্বে ভবন নির্মান করতে হবে। এর কোনরূপ ব্যাত্যয় ঘটানো যাবে না। একই সাথে নকশা বর্হিভূতভাবে ভবন নির্মান করলে তার জন্য আইনগত ব্যবস্থা, নির্মান বন্ধ করা, জরিমানা, নকশা বাতিল ও নির্মিত ভবন ভেঙ্গে দেয়াসহ কঠোর ব্যবস্থা গ্রহনের হুশিয়ারী দেন। তিনি নকশা বর্হিভুতভাবে ভবন নির্মান না করতে এবং নগরীকে ভবিষ্যত প্রজন্মের জন্য সুশৃঙ্খল ও পরিবেশ বান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে সহযোগীতার আহবান জানান। মত বিনিময় সভায় নকশা অনুযায়ী ভবন করার জন্য ধর্মীয় ও রাষ্ট্রীয় আইন দ্বারা বাড়ি মালিকদের বুঝালেন কেডিএ’র চেয়ারম্যান। মতবিনিময় শেষে ৫৬জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে ভবন নির্মানের অনুমোদিত নকশা হস্তান্তর করেন। সভায় কেডিএর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারিরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় আরো জানানো হয়, কেডিএর আইন ও বিল্ডিং কোড মেনে সুশৃঙ্খল নগরী গড়তে ভবন নির্মানের বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ইতিমধ্যেই কেসিসির কাউন্সিলরবৃন্দ, ইমাম পরিষদসহ বিভিন্ন সংগঠনের সাথে মতবিনিময় করেছেন চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস এম. মিরাজুল ইসলাম।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button