স্থানীয় সংবাদ
প্যানেল চেয়ারম্যান হলেন শেখ ইকবাল হোসেন ও ফারজানা ফেরদৌস নিশা
ফুলতলা উপজেলা পরিষদ :
আটরা গিলাতলা প্রতিনিধি ঃ ফুলতলা উপজেলা পরিষদের সমন্বয় সভা গতকাল বেলা সাড়ে ১২ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলা পরিষদের নির্বাহী অফিসার তাসনিম জাহান, ফুলতলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শেখ ইকবাল হোসেন, আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম, দামোদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফ মোঃ শিপলু ভূঁইয়া, ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল বাশার, উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য সাহিদা ইসলাম নয়ন।সভায় সর্বসম্মতিক্রমে ফুলতলা উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ( ১) আলহাজ্ব শেখ ইকবাল হোসেন ও প্যানেল চেয়ারম্যান ( ২) ফারজানা ফেরদৌস নিশা নির্বাচিত হন।