স্থানীয় সংবাদ

কালীগঞ্জে ভাগনীকে ধর্ষণ ঃ মামা গ্রেফতার

স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা কালীগঞ্জে নামযজ্ঞ অনুষ্ঠানের কথা বলে নিয়ে যেয়ে চাঞ্চল্যকর আপন মামা কর্তৃক কিশোরী ভাগনীকে (১২) ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী জগন্নাথ বিশ্বাস’কে(৫৮) গ্রেফতার করেছে র‌্যাব-৬। শুক্রবার (১২ জুলাই) যশোরের কোতোয়ালি থানাধীন চাঁচড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গত ১৬ জুন রাতে বিলগুল্লে ঘোনা ব্রীজের উপর নির্জন স্থানে ধর্ষণের ঘটনাটি ঘটে। মামলা হওয়ার পর থেকেই নিজ অপকর্ম থেকে বাঁচতে ওই মামা আত্মগোপনে ছিলো। গ্রেফতারকৃত আসামী জগন্নাথ কালীগঞ্জের মারকা গ্রামের মৃত অমূল্য বিশ্বাসের ছেলে।
র‌্যাব সূত্র জানায়, ভিকটিম ওই কিশোরীর বাবা মৃত্যুবরণ করায় তার মা আর্থিক ভাবে দুর্বল হয়ে পড়ে। একারনে ভিকটিমের মা তার মামার বাড়ী কালীগঞ্জ মারকা গ্রামে চলে আসে। মামলার একমাত্র প্রধান আসামী ভিকটিমের আপন মামা। ভিকটিম তার মামার বাড়ী আসার পর থেকে আপন মামা তার দিকে কুদৃষ্টিতে তাকায় ও তার যৌন লালসা মিটানোর জন্য সুযোগ খুঁজতে থাকে। এমতাবস্থায় গত ১৬ জুন হিন্দু ধর্মীয় নামযজ্ঞ অনুষ্ঠান দেখানোর নামে সুকৌশলে ভিকটিমকে ৬নং নলতা ইউনিয়নের ঘোনা গ্রামে নিয়ে যায়। নামযজ্ঞ দেখার সময় একপর্যায়ে আসামী তার যৌন কামনা চরিতার্থ করার জন্য ঘোনা গ্রামস্থ বিলগুল্লে ঘোনা ব্রীজের উপর নির্জন স্থানে নিয়ে ওই দিনই রাত ১০টা২৫ মিনিটে বিভিন্ন ভয় ভীতি দেখিয়ে ভিকটিম এর পায়জামা খুলে তার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করে এবং কাউকে বললে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় এরপর থেকে আাসামী বিভিন্ন সময় বিভিন্ন কৌশলে একাধিকবার ভিকটিমকে ধর্ষণ করে। গত ১৯ জুন সকালে ভিকটিম মনখারাপ করে বসে থাকে। ভিকটিমের মা মনখারাপের বিষয়ে বার বার জানতে চাইলে তার মাকে কিছু না বলে তার মামির কাছে সকল ঘটনা খুলে বলে। ভিকটিমের মা ঘটনার বিষয় জানতে পেরে কালীগঞ্জ থানায় এসে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। উক্ত মামলায় গ্রেফতারকৃত আসামী তার অপকর্ম থেকে বাঁচার জন্য নিজেকে আত্মগোপন করে। মামলাটি রুজু হওয়ার পর থেকেই প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া এবং জনমনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। র‌্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল উক্ত আসামীকে গ্রেফতারের লক্ষে গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং অভিযান অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় ১২ জুলাই র‌্যাব- ৬, সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, পলাতক আসামী জগন্নাথ বিশ্বাস যশোর জেলার কোতোয়ালি থানাধীন চাঁচড়া এলাকায় অবস্থান করতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি অভিযান পরিচালনা করে মামলার প্রধান একমাত্র আসামী জগন্নাথ বিশ্বাস কে গ্রেফতার করে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে বিধি মোতাবেক সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button