স্থানীয় সংবাদ

ফুলতলায় ট্রাক ও কাভার্ড ভ্যানের মুখোমুখী সংঘর্ষ

# কাভার্ড ভ্যান চালক নিহত : আহত ১ #

ফুলতলা (খুলনা) প্রতিনিধি ঃ ফুলতলা এম এম কলেজের সামনে যশোর খুলনা মহাসড়কে ট্রাক ও কাভার্ড ভ্যানের মুখোমুখী সংঘর্ষে কাভার্ড ভ্যান চালক চালক নিহত হয়েছে। এ দূর্ঘটনায় অপর একজন গুরুতর আহত হয়েছে। ফুলতলা থানার এসআই শফিকুল ইসলাম জানান, গতকাল রবিবার বিকেল ৪ টায় উপজেলার ফুলতলা এম এম কলেজের সম্মুখে যশোর খুলনা মহাসড়কে ট্রাক (ঢাকা মেট্রো ট ১১-২৯৭৭) ও কাভার্ড ভ্যান (খুলনা মেট্রো ট ২২-২৯৭৪) এর মধ্যে মুখোমুখী সংঘর্ষ ঘটে। এ সময় কাভার্ড ভ্যান চালক ওলিয়ার শেখ (৪২) ঘটনাস্থলে নিহত হয়। সে নড়াইল সদর উপজেলার মিঠাপুর বাজারখালী এলাকার মোঃ গোলাম রসুলের পুত্র। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে পোস্ট মর্টেমের জন্য প্রেরণ করেছে। এছাড়াও সংঘর্ষে চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার হরগুন গ্রামর মোঃ কালাম হোসেন এর পুত্র রিয়াদুল গুরুতর আহত হয়। নওয়াপাড়া হাইওয়ে থানা পুলিশ ট্রাক ও কাভার্ড ভ্যান দুটি জব্দ করেছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button