স্থানীয় সংবাদ

খুলনায় দাফনের সাড়ে চার মাস পর ময়না তদন্তের জন্য কবর থেকে মরদেহ উত্তোলন

তারেক বিশ্বাসের দ্বিতীয় স্ত্রী হত্যার অভিযোগ :

স্টাফ রিপোর্টার : খুলনায় দাফনের দীর্ঘ সাড়ে ৪ মাস পর কবর থেকে এক গৃহবধূর মরদেহ উত্তোলন করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে নগরীর রায়েরমহল হামিদ নগর বাঙাল বাড়ি রোড এলাকার পারিবারিক কবর স্থান থেকে তার লাশ উত্তোলন করা হয়। পরে মরদেহ পুনরায় ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। নিহত গৃহবধূ মাহমুদা আক্তার মিলি খুলনার নিউ বিশ্বাস প্রোপার্টিজের মালিক তারেক বিশ্বাসের দ্বিতীয় স্ত্রী।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ২৪ ফেব্রুয়ারি খুলনা মহানগরীর একটি ক্লিনিকে খুলনা নিউ বিশ্বাস প্রোপার্টিজের মালিক তারেক বিশ্বাসের দ্বিতীয় স্ত্রী মাহমুদা আক্তার মিলি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মিলি এর আগে একজন কাস্টমস অফিসের স্ত্রী ছিলেন। তারেক বিশ^াস তাকে পরকীয়া প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করেন। বিয়ের কিছু দিন পর তারেক তার অর্থ সম্পদ হাতিয়ে নিয়ে মারধর করতে থাকেন। ২৪ ফেব্রুয়ারি মিলির মৃত্যুর একমাস পর গত ২৫ মার্চ গৃহবধূ মিলির মা সেলিনা বেগম আদালতে হত্যা মামলার আবেদন করেন । এতে তারেক বিশ^াস ও তার প্রথম স্ত্রী নাসিমাসহ চারজনকে আসামি করা হয়। আদালতের নির্দেশে গতকাল রবিবার দুপুরে গৃহবধূ মাহমুদা আক্তার মিলির মরদেহ উদ্ধার করা হয়। এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খান, খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (সোনাডাঙ্গা জোন) মো. আবু নাসের আল-আমিন, মামলার বাদী সেলিনা বেগম, নিহত গৃহবধূর স্বামী ও মামলার আসামী তারেক বিশ্বাস।
মামলার বাদী সেলিনা বেগম বলেন, বিভিন্ন সময় যৌতুকের জন্য আমার মেয়েকে মারধর করত তারেক। এসব নির্যাতনের অনেক ছবি ও ভিডিও ফুটেজ আমাদের দেখিয়েছে মাহমুদা। কিন্তু মেয়ের সংসারের কথা চিন্তা করে আমরা চুপ ছিলাম। তিনি বলেন, মিলির সারাশরীরে আঘাতের চিহ্ন ছিল। হাসপাতালে মারা যাওয়ার কয়েক ঘণ্টার মধ্যে তারেক ও তার পরিবারের লোকজন মাহমুদার মরদেহ দাফন করে ফেলে। এতদিন তারেক ও তার ভাইদের ভয়ে পুলিশকে জানাতে সাহস পাইনি।’ এ মামলায় তারেকেকে গ্রেফতার করা হলেও তিনি বর্তমানে জামিনে রয়েছেন।
উল্লেখ্য, খুলনা মহানগরীর বয়রা এলাকার মূর্তিমান আতঙ্ক তারা বিশ^াস ও তারেক বিশ^াস দুই ভাই। তাদের বিরুদ্ধে শতশত বিঘা জমি দখল করে ‘বিশ^াস প্রোপার্টিজ’ ও ‘নিউ বিশ^াস প্রোপার্টিজ’ গড়ে তোলার অভিযোগ রয়েছে। বড় ভাই আজগর বিশ^াস তারা সম্প্রতি ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবি হত্যা মামলায় গ্রেফতার হয়ে ৫ দিনের রিমান্ডে রয়েছে। আরেক ভাই তারেক বিশ^াস ধর্ষণ মামলার আসামি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button