স্থানীয় সংবাদ

নগরীর আরিফ হত্যা মামলার দু’আসামি গ্রেপ্তার : আদালতে স্বীকারোক্তি

স্টাফ রিপোর্টার ঃ আলোচিত যুবলীগ নেতা ও সাবেক ইউপি সদস্য মো. আরিফ হোসেন হত্যা মামলার দু’আসামিকে গ্রেপ্তার করেছে আড়ংঘাটা থানা পুলিশ। রবিবার রাতে শলুয়া বাজার ও কুয়েট গেট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দু’আসামি হলেন আড়ংঘাটা পাহাড়পুর এলাকার সোবাহান শেখের ছেলে
ইমন শেখ (১৯) ও খানাবাড়ী কুয়েট গেট সংলগ্ন হাওলাদার মঞ্জিলের মৃত. নান্নু শেখের ছেলে মো. মামুন শেখ (৩৪)।
রবিবার (১৪ জুলাই) মামলার তদন্ত কর্মকর্তা এসআই মিনহাজুল ইসলাম দু’আসামিকে আদালতে হাজির করেন। এসময় আসামিরা ঘটনার সঙ্গে জড়িত মর্মে আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করেন। তাদের দেয়া ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারার জবানবন্দি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুমাইয়া কাওছার রেকর্ড করেছেন। এর আগে এ মামলায় মো. সুজন সরকারকে একটি পিস্তল, ম্যাগজিন ও ৩ রাউন্ড গুলি গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। সুজন ডুমুরিয়া উপজেলার শলুয়া ঘোনাডাঙ্গা এলাকার দুলাল সরকারের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২৪ জুন রাত আনুমানিক ১১টার দিকে কুয়েট পকেট গেট সংলগ্ন নিজ বাড়ির সামনে যুবলীগ নেতা আরিফ মোবাইল ফোনে কথা বলছিলো। এ সময় ফুলবাডিগেটের দিক থেকে মোটরসাইকেলে করে তিনজন দূর্বৃত্ত তাকে গুলি করে মৃত্যু নিশ্চিত করে নির্বিঘেœ পালিয়ে যায়। ঘটনার একদিন পর নিহতের পিতা সিআইডি’র অবসরপ্রাপ্ত কর্মকর্তা মো. আমির হোসেন বাদী হয়ে আড়ংঘাটা থানায় হত্যা মামলা দায়ের করেন যার নং- ১০।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button