শ্রমিকলীগ নতুন রাস্তা ষ্ট্যান্ড কমিটির পরিচিতি সভা
স্টাফ রিপোর্টার ঃ মহানগর শ্রমিকলীগের কমিটি ও নতুন রাস্তা শ্রমিকলীগ ষ্ট্যান্ড কমিটির পরিচিতি সভা গতকাল রাতে অনুষ্ঠিত হয়। বাকী ৯টি ষ্ট্যান্ড কমিটি পর্যায়ক্রমে তাদের কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন ৬নং ওয়ার্ড আ’লীগ সিনিয়র সহ সভাপতি শেখ কাওছার আলী। সভা পরিচালনা করেন দৌলতপুর বেবীটেক্সী ড্রাইভার্স ইউঃ রেজি নং-৮৩ এর সাধারন সম্পাদক জহিরুল ইসলাম পান্নু। প্রধান অতিথি ছিলেন ৬নং ওয়ার্ড কেসিসির কাউন্সিলর ও বিশিষ্ট সমাজ সেবক শেখ শামসুদ্দিন আহম্মেদ প্রিন্স। বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত কাউন্সিলর সাহিদা বেগম, সাবেক কাউন্সিলর আলহজ¦ এস এম আব্দুল হক, আ’লীগ সাঃ সম্পাদক হারুন অর রশিদ, জাফর ইকবাল মিলন। বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন শেখ আব্দুল হামিদ, বেবীটেক্সী শ্রমিক ইউঃ সভাপতি ইলিয়াস মুন্সি, কামাল হোসেন, মহিদুল ইসলাম, মোনতাজ আলী বাছা, নূর আলম, রহিম মোল্লা, আব্দুস সালাম, আমিনুর পাশা, দেলোয়ার দেলু, নূর ইসলাম, আলমগীর হোসেন, জাহিদুল ইসলাম স্বপন, আজিজ বিশ^াস বাবু, নয়ন মিনা, আসলাম গাজী, মোঃ সেলিম, নগর আ’লীগ নেত্রী জেসমিন সুলতানা, বিনু ইসলাম সহ বেবী টেক্সী ও ত্রি-হুইলার ড্রাইভাস ইউঃ নেতৃবন্দ। সভায় সর্ব সম্মতিক্রমে মোঃ নূর ইসলামকে সভাপতি, নূর আলম কে সাঃ সম্পাদক ও স্বপন দত্ত কে কোষাধ্যক্ষ করে ৫৫ সদস্য বিশিষ্ট নতুন রাস্তা ষ্ট্যান্ড কমিটি গঠিত হয়।