স্থানীয় সংবাদ

নগরীতে সহিংসতা ও নাশকতার অভিযোগে জামায়াত নেতাসহআটক ৭

স্টাফ রিপোর্টার ঃ খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি’) র খালিশপুর থানা পুলিশের একটি চৌকস টিম কর্তৃক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সংহিংসতা ও নাশকতা সৃষ্টিসহ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অর্ন্তঘাতমূলক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত থাকায় ৭ জন আটক।
এক মেইলে কেএমপি’র পুলিশ জানায়, খুলনা মেট্রোপলিটন পুলিশ অপরাধ দমন, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং নগরবাসীর সেবায় সর্বদা তৎপর। বিগত কয়েক মাস থেকেই খুলনা মেট্রোপলিটন পুলিশের উত্তর জোনে অস্ত্রধারী সন্ত্রাসী, নাশকতাকারী, স্বর্ণ চোরাচালানকারী, মাদক ব্যবসায়ী, জঙ্গি, অস্ত্র-গোলাবারুদ ব্যবসায়ী, চোরাই মোটরসাইকেল, জুয়াড়ি, বিকাশ এবং অনলাইন প্রতারণায় জড়িত প্রতারক, সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত, হত্যাকান্ডে জড়িত আসামী ও ভূমিদস্যুসহ সমাজে যারা প্রভাব বিস্তার করে নাশকতা সৃষ্টি করতে পারে তাদের গ্রেফতারের জন্য সাঁড়াশী অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে।
গত ২৪ জুলাই রাতে গোপন তথ্যের ভিত্তিতে খালিশপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি চৌকস টিম কর্তৃক খালিশপুর থানাধীন ২০ নং রোড¯’ ফেয়ার ক্লিনিকের পিছনে কামরুজ্জামানের বাড়ীর নিচতলায় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের নেতা-কর্মীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে খুলনা মহনগরীর বিভিন্ন গুরুত্বপূর্ন স্থাপনার উপর নাশকতা, সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অন্তর্ঘাতমূলক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত থাকায় অভিযান পরিচালনা করা হয়। উক্ত স্থানে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের নেতা-কর্মীরা যোগসাজসে ধ্বংসাত্বক কর্মযজ্ঞে লিপ্ত থাকার সময় এজারহারনামীয় আসামী মোঃ কামরুজ্জামান(৩৩), এমজি সরোয়ার(৫০), মোঃ নাহিদ ইসলাম(১৯), মোঃ আবির হোসেন(২১), শেখ মুয়াজ(১৯), আবু নাইম (১৯) এবং মোঃ ইকরামুল ইসলাম(৩০)কে গ্রেফতার করা হয়। উল্লেখ্য যে, এ সময় ঘটনা¯’ল হতে আরো অজ্ঞাতনামা ১০/১৫ জন আসামী পালিয়ে যায়। অতঃপর খালিশপুর থানাধীন ফেয়ার ক্লিনিকের পিছনে কামরুজ্জামানের বাড়ীর নিচতলা হতে আসামীদের দেখানো মতে সরকার বিরোধী বিভিন্ন উস্কানীমূলক কথা লেখা প্রেরণা নামক ৩১ (একত্রিশ) টি বই, সত্যের সাক্ষ্য নামক ১টি বই, সরকার বিরোধী বিভিন্ন কার্য পরিকল্পনা লেখা ৩টি ডাইরী, ব্যক্তিগত ৯ টি রিপোর্ট বই, ৮২ পৃষ্ঠার ১ টি মাসিক রিপোর্ট ফরম, ২টি ল্যাপটপ (যার মধ্যে ছাত্র শিবিরের বিভিন্ন কার্যক্রম ও সরকারের সার্বভৌমত্ত্ব ক্ষতি করতে পারে এমন তথ্য সংরক্ষিত রয়েছে), একটি রঃবষ টাচ ফোন এবং ২টি লোহার চাপাতি আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে আরো জানায় যে, খুলনা মহনগরীর বিভিন্ন গুরুত্বপূর্ন ¯’াপনার উপর নাশকতা, সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অন্তর্ঘাতমূলক কাজের উদ্দেশ্যে সমবেত হয়ে ১ নং আসামী মোঃ কামরুজ্জামান এর নেতৃতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দৌলতপুর থানাধীন নতুর রাস্তা মোড়ে এবং সোনাডাঙ্গা থানাধীন শিববাড়ী মোড়ে ছাত্রদের আন্দোলনে অনুপ্রবেশ করে বিভিন্ন ধ্বংসাত্মক কার্যকলাপে লিপ্ত হয়েছিল। আসামীরা পরস্পর যোগসাজশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ শেষে পুনরায় খুলনা মহনগরীর বিভিন্ন গুরুত্বপূর্ন ¯’াপনার উপর নাশকতা, সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অন্তর্ঘাতমূলক কাজের উদ্দেশ্যে সমবেত হয়ে এবং প্র¯‘তি গ্রহণ করে ১৯৭৪ ঞযব ঝঢ়বপরধষ চড়বিৎ অপঃ ১৫(৩)/২৫-উ ধারার অপরাধ করেছে। ধৃত আসামিদের যথানিয়মে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অত্র মামলাটির তদন্ত কার্যক্রম ও অভিযান অব্যহত আছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button