স্থানীয় সংবাদ

নাশকতার অভিযোগে খালিশপুরে সাতজন গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ খুলনা মেট্রোপলিটন পুলিশ অপরাধ দমন, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং নগরবাসীর সেবায় সর্বদা তৎপর। এরই ধারাবাহিকতায় গত ২৪ জুলাই রাতে খালিশপুর থানা পুলিশ ২০ নং রোডস্থ ফেয়ার ক্লিনিকের পিছনে কামরুজ্জামানের বাড়ীর নিচতলায় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের নেতা-কর্মীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ন স্থাপনার উপর নাশকতা, সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অন্তর্ঘাতমূলক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত থাকায় অভিযান পরিচালনা করা হয়। উক্ত স্থানে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের নেতা-কর্মীরা যোগসাজসে ধ্বংসাত্বক কর্মযজ্ঞে লিপ্ত থাকার সময় সাতজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো, ১১৩ ফেয়ার ক্লিনিকের পিছনের বাসিন্দা আবু জাফরের ছেলে কামরুজ্জামান(৩৩), এমজি সরোয়ার(৫০), মোঃ নাহিদ ইসলাম(১৯), আবির হোসেন(২১), শেখ মুয়াজ(১৯), আবু নাইম(১৯), মোঃ ইকরামুল ইসলাম(৩০)। উল্লেখ্য যে, এ সময় ঘটনাস্থল হতে আরো অজ্ঞাতনামা ১০/১৫ জন আসামী পালিয়ে যায়। অতঃপর ফেয়ার ক্লিনিকের পিছনে কামরুজ্জামানের বাড়ীর নিচতলা হতে আসামীদের দেখানো মতে সরকার বিরোধী বিভিন্ন উস্কানীমূলক কথা লেখা প্রেরণা নামক ৩১টি বই; সত্যের সাক্ষ্য নামক একটি বই; সরকার বিরোধী বিভিন্ন কার্য পরিকল্পনা লেখা তিনটি ডাইরী; ব্যক্তিগত নয়টি রিপোর্ট বই; মাসিক রিপোর্ট ফরম; দু’টি ল্যাপটপ, টাচ ফোন এবং দু’টি লোহার চাপাতি আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button