স্থানীয় সংবাদ
খুলনায় ৩ কেজি গাঁজা পিকআপসহ তিন মাদক কারবারি গ্রেফতার
স্টাফ রিপোর্টারঃ গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো, হবিগঞ্জ জেলার মাধবপুর থানার মৃত: সিদ্দিক আলীর ছেলে রহমত আলী (৪৫), মনিরামপুর মদনপুরের আবু বক্করের স্ত্রী লিপি বেগম(২৮), আড়ংঘাটা বকুলতলার মৃত: শেখ নওয়াব আলীর ছেলে শেখ জিল্লুর রহমান(৫০)। এদেরকে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক কারবারিদের নিকট হতে ৩ কেজি ১০০ গ্রাম গাঁজা এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১ পিকআপ আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৩ টি মাদক মামলা দায়ের করা হয়েছে।