স্থানীয় সংবাদ

জুলাই মাসে খুলনায় ২৪ জন ডেঙ্গুতে আক্রান্ত

নতুন গ্রুপের ওষুধ ছিটানোর সিদ্ধান্ত

স্টাফ রিপোর্টারঃ জুলাই মাসে খুলনা জেলায় ২৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তবে মৃত্যুর কোন ঘটনা ঘটেনি। জানুয়ারি থেকে জুন পর্যন্ত ১০৮ জন আক্রান্ত হয়েছেন। খুলনা সিটি কর্পোরেশন পর্যায়ের ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ কমিটির সভা থেকে এ তথ্য পাওয়া গেছে। একই সাথে দীর্ঘ দিন একই গ্রুপের ওষুধ ছিটানোর কারণে মশা মরার ক্ষেত্রে কার্যকারিতা কমে গেছে। যার জন্য পুরাতন ওষুধের গ্রুপ বাদ দিয়ে নতুন গ্রুপের ওষুধ ছিটানোর সিদ্ধান্ত হয় সভায়। সভায় ডেঙ্গু প্রতিরোধের ওপর জোর দিতে সভায় আলোচনা হয়। এর মধ্যে বিভিন্ন গণমাধ্যমে ব্যাপক প্রচার, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের মাধ্যমে সচেতনতা বাড়ানো, মশা মারার ওষুধ ছিটানো অব্যাহত রাখা অন্যতম। এছাড়া সরকারি-বেসরকারি হাসপাতাল থেকে প্রতিদিন ডেঙ্গু আক্রান্তদের প্রতিবেদন সিটি কর্পোরেশনে পাঠানোর সিদ্ধান্ত হয়।খুলনা সিটি কর্পোরেশনের সচিব সানজিদা বেগম, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল, সিভিল সার্জন ডাঃ শেখ শফিকুল ইসলামসহ কাউন্সিলর, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এবং খুলনা মেডিকেল কলেজ, বেসরকারি হাসপাতাল, শিক্ষা বিভাগের প্রতিনিধিসহ অন্যান্যরা অংশ নেন।খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক সভায় সভাপতিত্ব করেন। সিটি মেয়র বলেন, বর্ষা মৌসুমে পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম বৃদ্ধি করা প্রয়োজন। এসময় তিনি সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের কাজে দায়িত্বশীল হওয়া নির্দেশ দেন। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর আশেপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখারও নির্দেশনা দেন। সভায় কী নোট পেপার উপস্থাপন করেন কেসিসির ভেটেরিনারি অফিসার ড. পেরু গোপাল বিশ্বাস। একই সাথে কিভাবে মশা নিধন করা যায় তিনি বৈজ্ঞানিক ভাবে তার বিস্তারিত তথ্য তুলে ধরেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button