স্থানীয় সংবাদ

বরিশাল সমিতির উদ্যোগে সদ্য হাজীদের নিয়ে দোয়া মাহফিল

খবর বিজ্ঞপ্তি ঃ ঐতিহ্যবাহী বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি খুলনার উদ্যোগে গত সন্ধ্যায় নগরীর পাওয়ার হাউজ মোড়স্থ কাইফেং চাইনিজ রেস্তোরাঁর মিলনায়তনে সদ্য হাজীদের নিয়ে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সমিতির যেসব সদস্য পবিত্র হজব্রত পালনে গিয়েছিলেন- তারা সকলেই হজব্রত পালন শেষে সহি-সালামতিতে দেশে ফিরে আসায় তাদেরকে সাথে নিয়ে সমিতির প্রয়াত ও অসুস্থ সদস্যদের জন্য, ১৫ আগস্ট সহ দেশের জন্য যারা বিভিন্ন সময়ে শাহাদত বরণ করেছেন তাদের সকলের বিদেহী আত্মার মাগফেরাত এবং দেশের চলমান উত্তপ্ত পরিস্থিতির একটি শান্তিপূর্ণ সমাধানে মহান আল্লাহ রাব্বুল আলামীন এর মদত চেয়ে এ দেয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এডভোকেট আব্দুল মালেকের সভাপতিত্বে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন -সিনিয়র জেলা জজ মো: শহিদুল ইসলাম, সাবেক যুগ্ম সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কামরুল হক নাসিম, যশোর শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব প্রফেসর ড. মোল্লা আমীর হোসেন, রাজনীতিবিদ মো: শফিকুল ইসলাম মধু এবং লাইভ স্টকের ডিডি ডা: এবিএম জাকির হোসেন। সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব রোটারিয়ান ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদারের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তৃতা করেন সমিতির ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ ব্যাংকের সাবেক জয়েন ডাইরেক্টর মোঃ ফিরোজ আলম খান এবং দোয়া পরিচালনা করেন সমিতির ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব মজিবর রহমান খন্দকার। উপস্থিত সদ্য হাজীদের মধ্যে হজের অভিজ্ঞতা বর্ণনা করে বক্তৃতা করেন খুলনার চেম্বার অব কমার্সের পরিচালক আলহাজ্ব রোটারিয়ান মাহাবুব আলম, খুলনা বিশ্ববিদ্যালয়ের ড. কাজী মোখলেসুর রহমান, আহসান উল্লাহ কলেজের অধ্যাপক আলহাজ্ব নাসির উদ্দিন, মেরিন ইঞ্জিনিয়ার আলহাজ্ব সৈয়দ জাকির হোসেন এবং আলহাজ্ব মাস্টার মো: ওসমান মাহাবুব রওনক।
সমিতির বিপুল সংখ্যক সদস্যের উপস্থিতিতে এ সময় অন্যান্যের মধ্যে আলোচনা করেন সমিতির নেতা কাজী নুরুল ইসলাম, আলহাজ্ব অধ্যাপক সিকদার রুহুল আমিন, আলহাজ্ব রোটারিয়ান আলতাফ হোসেন, মেজর ডোনার মেম্বার এম এ সালাম, কেডিএ’র সাবেক পাল্যানিং অফিসার আলহাজ্ব ইঞ্জিনিয়ার কাজী এনায়েত হোসেন, সাবেক আনসার এডজুটেন্ট বীর মুক্তিযোদ্ধা কাজী মতিয়ার রহমান, বাংলাদেশ ব্যাংকের জয়েন্ট ডাইরেক্টর এম এ রাজ্জাক, ডেপুটি ডাইরেক্টর নুর আল হক, পুলিশ ইন্সপেক্টর আলহাজ্ব আনিসুর রহমান লিটন, আলহাজ্ব এনামুল কবীর, এডভোকেট মুফতি শহিদুল ইসলাম, সমাজ সেবক মোঃ কামরুল ইসলাম, হুমায়ুন কবীর খান, আলহাজ্ব আশরাফ হোসেন, সালাম মোল্লা,রোটারিয়ান রুহুল আমিন মিঠু, মোংলা পোর্টের কর্মকর্তা ডা: এন এম বাবুল, অবকাশ গন গ্রন্থাগারের সাধারণ সম্পাদক খন্দকার খলিলুর রহমান, মজিবুর রহমান বাবুল প্রমূখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button