অশ্লিল ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি

দু’যুবক আটক যশোওে
যশোর ব্যুরো ঃ যশোরে এক গৃহবধূ ও তার মামতো ভাইকে এক বাড়িতে আটকে জোরপূর্বক অর্ধ উলঙ্গ করে মোবাইল ফোনে ভিডিও ধারন করে ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে ১২ হাজার টাকা আদায়ের ঘটনায় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে, যশোর সদরের রামনগর সরদার পাড়ার ই¯্রাফিল হোসেন ওরফে মানিক এবং রামনগর মোল্লাপাড়ার সলেমানের ছেলে আব্দুল আলীম। এই ঘটনায় ৬ জনের নামে কোতোয়ালি থানায় পর্ণগ্রাফি আইনে মামলা হয়েছে।
ওই নারী এজাহারে উল্লেখ করেছেন, গত ২৬ জুলাই রাত ৮টার দিকে তার মামাতো ভাই হাসান আলী মনা ও আল আমিনকে সাথে নিয়ে একটি প্রাইভেট কারযোগে চাঁচড়া চেকপোস্ট থেকে আল আমিনের আত্মীয় রামনগর রেলাইনের পাশের লিপির বাড়িতে যান । লিপি তাদের নাস্তার আয়োজনের জন্য বাইরে গেলে আসামিরা ওই ঘরে ঢোকে এবং বলে খারাপ কাজের জন্য বাড়িতে এসেছিস। এ সময় তর্কবাঁধে। পরে জোর করে মনার পরিহিত প্যান্ট খুলে লুঙ্গী পরায়। তাকেও অর্ধ উলঙ্গ করে মোবাইল ফোনে ভিডিও ধারন করে। পরে তাদের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। টাকা না দিলে ছবি গুলো ইন্টারনেটে ছড়িয়ে দেবে বলে হুমকি দেয়। পরে দুইজনের কাছ থেকে ১২ হাজার টাকা দিয়ে তাদের কাছ থেকে রক্ষা পায়। কিন্তু পরবর্তীতে ফের ফোন করে টাকা দাবি কওে ই¯্রাফিল হোসেন মানিক। টাকা না দিলে ইন্টারনেটে ছবি ছড়িয়ে দেবে বলে হুমকি দিতে থাকে। বাধ্য হয়ে তিনি কোতোয়ালি থানায় বৃহস্পতিবার মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুর রাজ্জাক উল্লেখিত দু’জনকে গ্রেফতার করে। শুক্রবার তাদেরকে আদালতে সোপর্দ করে।