স্থানীয় সংবাদ

কেসিসি নগরভবনে শেখ মুজিবের ভাস্কর্য ভাংচুর

# সাংবাদিকসহ বিভিন্ন স্থানে হামলা #

স্টাফ রিপোর্টারঃ খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) নগরভবনে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ভাস্কর্য দুর্বৃত্তরা ভেঙ্গে ফেলেছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে নগরভবনে ঢুকে দুর্বৃত্তরা এ ভাস্কর্য ভাঙ্গে। এছাড়া নগরভবনে থাকা তথ্য সেবা কেন্দ্র ও মেয়রের ব্যবহৃত গাড়ি ভাংচুর করে। তবে এ সময় কেসিসির নিরাপত্তা কর্মীরা নিরব দর্শকের ভূমিকা পালন করে। এছাড়া দৈনিক প্রবাহ পত্রিকার সাংবাদিক রুহুল আমিনের রেলিগেট ইসলামনগরস্থ বাসভবনে দুর্বৃত্তরা হামলা করে ব্যাপক ভাংচুর করেছে। মহেশ্বরপাশা পশ্চিমপাড়া পাকার মাথায় ব্যবসায়ী মোশাররফ হোসেনের বাড়িতে দুর্বৃত্তরা হামলা চালিয়ে ভাংচুর করে বলে তিনি জানান। এসব হামলা ও ভাংচুরের প্রতিবাদে এবং নৈরাজ্য বন্ধের দাবিতে আজ বুধবার বেলা ১১টায় খুলনা প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করেছেন সুশাসনের জন্য নাগরিক সুজন খুলনা কমিটি। বিভাগীয় সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু এ তথ্য জানান। আন্দোলনকারী খুবির শিক্ষার্থী আমির আহমেদ বলেন, “আন্দোলনের উদ্দেশ্য ছিল মহৎ। আজ দেশ স্বাধীন হয়েছে। কিন্তু কতিপয় স্বার্থান্বেষীমহল নগর জুড়ে ভাংচুর লুটপাট করছে। এদের অধিকাংশই বস্তির ছেলে পেলে। এদের নেই কোন সঠিক পরিচয়। এরা যা করছে তা আমাদের কাম্য নয়। এ কার্যক্রম প্রতিবাদ করতে আমরা মঙ্গলবার দিবাগত রাতে নগরীতে মাইক্রোবাস নিয়ে বের হই। সারা রাত পাহাড়াদারের মত ঘুরে ঘুরে এসব নৈরাজ্য ঠেকাতে থাকি। তবে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী যাতে তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে তাহলে এ নৈরাজ্য কমবে বলে তিনি মনে করেন। সুজন জেলা কমিটির সম্পাদক এড. কুদরত ই খুদা বলেন, গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি, দেশের বিভিন্ন জায়গায় এক শ্রেণির হটকারী ও সুবিধাবাদী কর্তৃক দোকান, প্রতিষ্ঠান লুটপাট, বাড়িঘর ভাঙচুর, সংখ্যালঘুদের উপর আক্রমন হচ্ছে। অনতিবিলম্বে এ ধরণের হটকারী কর্মকান্ড বন্ধে সেনা বাহিনীর এখনই কঠোর পদক্ষেপ নেয়া প্রয়োজন। গণতন্ত্রকামী রাজনৈতিক দল ও বৈষম্য বিরোধী ছাত্র নেত্রীবৃন্দেরও প্রয়োজনীয় ভুমিকা গ্রহন একান্ত জরুরী। সামান্য কারণে আন্তর্জাতিক অঙ্গনে ছাত্র আন্দোলনের এই গৌরবউজ্জল ভাবমূর্তি কোনভাবেই যেনো ক্ষুন্ন না হয়। সুশাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠাই এখন আমাদের একমাত্র লক্ষ্য।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button