স্থানীয় সংবাদ

সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে শিক্ষার্থী ও আনসার সদস্যরা

স্টাফ রিপোর্টার ঃ খুলনা নগরীর সড়কে শৃঙ্খলা ফেরাতে এক সাথে কাজ করছে শিক্ষার্থী ও আনসার সদস্যরা। গতকাল নগরীর শিববাড়ী মোড় সহ বিভিন্ন গুরুত্বপুর্ণ পয়েন্টে ট্রাফিক নিয়ন্ত্রণ কাজ সহ কিছু সুবিধাবাদি মানুষেরা লুটতারাজ চালিয়ে যেতে না পারে এজন্য তারা মূলত কাজ করছে। গেল সোমবার শেখ হাসিনার পদত্যাগের পর পর এক শ্রেণীর লুটপাটকারীচক্র সরকারী বেসরকারী, বাসা বাড়ী সহ বিভিন্ন স্থানে লুটতারাজ করে।এতে সাধারণ মানুষেরা আতঙ্কগ্রস্থ হয়ে পড়ে।মাঠে পুলিশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য না থাকায় সাধারণ ছাত্রদের মাঝে প্রবেশ করে এই মালামাল লুটপাট করে। তবে ছাত্র ও আনসার সদস্যরা সড়কে উপস্থিত থাকায় সস্তি ফিরছে সাধারণ মানুষের। পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা সড়কে টহল দিচ্ছে। কোন ধরনের সহিংসতা দেখলে বা কোথাও কোন লুটতারাজ হলে অধিনায়ক এর ০১৭৯৫১৩৪২৫৭ মোবাইল নাম্বারে যোগাযোগ করলে দ্রুত ব্যবস্থা নিচ্ছে। নগরীর শিববাড়ী মোড় এলাকায় কথা শিক্ষার্থী জোবায়ের সাথে তিনি বলেন, আমরা পুলিশ যেসব দায়িত্ব পালন করেছে আমরা একই দায়িত্ব পালন করছি মূলত আনসার সদস্যদের আমরা সহযোগীতা করছি। এছাড়া দেখা যায় কোন মোটরবাইক চালকরা যদি হেলমেট বিহীনভাবে বাইক চালায় তাদেরকে থামিয়ে হেলমেট পরার জন্য অনুরোধ করছে। পাশাপাশি কোন সন্দেহভাজন ব্যক্তি থাকলে তাদের চলে যেতে বলছে সড়কে কোন জটলা থাকবেনা । তবে অভিযোগ রয়েছে অনেকে ব্যাক্তিগত দন্দ্বে কারণে সুযোগ বুঝে তাদের বাড়ীতে হামলা চালিয়েছে। এমন অভিযোগ উঠেছে নগরীরর খালিশপুর এলাকায় জৈনিক ব্যক্তি যিনি ব্যাংকার গেল কয়েকদিন আগে তিনি পবিত্র হজ¦ পালন করে এসছেন এমনকি তিনি কোন ধরনের রাজনীতির সাথে জড়ি নেই। বা কারোর সাথে কখনও কোন ঝামেলায় জড়িয়েছে বলে তার মনে নেই। তারপরও তার বাড়ীতে দেশীয় অস্ত্র সহ হামলা চালিয়ে বাড়ীর প্রবেশের মুল ফটক কুপিয়ে ভাংচুর করেছে।এছাড়া দেখা গেছে সন্ধ্যা হতে রাত্র অবাধি মোড়ে মোড়ে স্থানীয় বিএনপি জামায়াত নেতারা ও মহল্লাবাসীরা পাহারা দিচ্ছে যেন কোন বাড়ীতে লুটপাট, ভাংচুর না হয়। এ বিষয়ে কথা হয় পথযাত্রি মোঃ আলামানি এর সাথে তিনি বলেন, দেশ স্বাধীন হয়েছে। এখন আমরা কিভাবে নতুন রুপে দেশ গড়া যায় সেই ভাবনা। তবে, কিছু অসাধু চোর চক্র সাধারণ ছাত্রদের সাথে মিলিয়ে তারা ব্যাপক ভাংচুর লুটপাট করেছে। এভাবে রাষ্ট্র সম্পদ নষ্ট করেছে যা কখনও কাম্য না।মহান আল্লাহর নিকট দোয়া করি তিনি যেন দ্রুত সময়ের মধ্যে সব আগের মত হয়ে যায়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button