স্থানীয় সংবাদ
লুটপাট ভাংচুরের প্রতিবাদে শিববাড়ি মোড়ে ছাত্রদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার ঃ লুটপাট ভাংচুরের প্রতিবাদে শুক্রবার বিকেলে নগরীর শিববাড়িমোড়ে বৈষম্য বিরোধী আন্দোলনকারী ছাত্ররা মানববন্ধন করেন। এ সময় তারা চলমান সহিংসতা আর লুটপাট বন্ধের দাবি জানান। তারা বলেন, দেশ স্বাধীন করা হয়েছে লুটপাট আর ভাংচুর করার জন্য নয়। মানুষের অধিকার ফিরিয়ে দেয়ার জন্য এই আন্দোলন। আজ মানুষ অধিকার বঞ্চিত হচ্ছে। এটা আন্দোলনকারীদের দেখতে চায় না। অবিলম্বে এসব নৈরাজ্য বন্ধের জোর দাবি জানান ছাত্র আন্দোলনের নেতা রাহাত।