স্থানীয় সংবাদ

কয়রায় যুবলীগ নেতার বিরুদ্ধে বাড়িঘর ভাংচুরের অভিযোগে সংবাদ সম্মেলন

কয়রা (খুলনা) প্রতিনিধি ঃ কয়রায় যুবলীগ নেতা শাহাবুদ্দিন মালীর নেতৃত্বে বাড়িঘর ভাংচুর করে মালামালা লুটপাট করে নিয়ে যাওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার শিমলারআইট গ্রামের আবুল কাশেমের স্ত্রী নাজমা খাতুন। শনিবার বেলা ১১টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য তিনি বলেন, দেশের বিরাজমান অবস্থায় সুযোগ বুঝে পুর্বের শত্রুতার জের ধরে উপজেলা যুবলীগের মোঃ শাহাবুদ্দিন মালী তার লোকজন নিয়ে গত ৫ আগস্ট সন্ধা সাড়ে ৬ টার দিকে আমাদের বাড়িঘড় ভাংচুর করে মালামাল লুটপাট করে নিয়ে যায়। এতে আমরা প্রতিবাদ করলে আমাদের মারপিট করে আহত করে। তারপরেও তারা প্রভাবশালী হওয়ায় আমরা তাদের কার্যক্রমে প্রতিবাদ করতে সাহস পায়নি। এত কিছুর পরেও তারা আমাদেরকে বিভিন্নভাবে হুমকি ধামকি অব্যাহতি রেখেছে। আমরা তাদের এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবি জানাই। তিনি আরও বলেন, যুবলীগ নেতাদের সাথে আমাদের জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছে। ঐ ঘটনার রেশ ধরে সুযোগ বুঝে আমাদের উপর হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুর করে মালামাল লুটপাট করে নিয়ে যায়। এতে করে নাজমা,খাতুন, রহিমা খাতুন,রওশনারা, রবিনা খাতুন সহ আরও অনেকের ৭/৮ টি বাড়ি ভাংচুর করে মালামাল লুটপাট করে নিয়ে যায়। ভাংচুরের ভিডিও ফুটেজ ও ছবি মোবাইলে সংরক্ষণ করে রাখা হয়েছে। তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘটনার তদন্ত পুর্বক সুষ্ঠু ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছে। সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত পরিবাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button