মাদক বিক্রেতাদের অত্যাচারের প্রতিবাদে ফেরিঘাটে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টারঃ দেশের অস্থিরতার সুযোগে নগরীর ফেরিঘাটে বিতাড়িত মাদক বিক্রেতারা আবারো এলাকায় ফিরে এসে আন্দোলনকারীদের হুমকি ধামকি আর বাড়িঘর ভাংচুর করছে। জেলা প্রশাসক কর্তৃক উচ্ছেদকৃত টিনাবস্তিতে তারা আবারো ঘর উঠানোর চেষ্টা করছে। মাদক বিক্রির সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসক এসব মাদক বিক্রেতাদের টিনাবস্তি থেকে উচ্ছেদ করে। কিন্তু দেশের অস্থিরতার সুযোগে চক্রটি আবারো টিনাবস্তিতে আস্তানা স্থাপনের চেষ্টা করছে। তারই প্রতিবাদে শনিবার সন্ধ্যায় ফেরিঘাটে এলাকাবাসী বিক্ষোভ মিছিল বের করে। ফেরিঘাট মাদক প্রতিরোধ ও আইন শৃংখলা রক্ষা কমিটির উদ্যোগে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফেরিঘাট মসজিদের সামনে এসে শেষ হয়। মিছিলে অংশ নেন এলাকার মুরব্বী আনসারুল হক, ফারুকুল ইসলাম, আলতাপ হোসেন, মোঃ নাসির, জাহাঙ্গীর হোসেন, আবুল কাশেম, জামাল হাওলাদার, রাজা, প্রিন্স হোসেন কালু, ওরিয়ার রহমান ওলি, আঃ হালিম মোল্লা, হাজী ওয়ারেশ খান, তাহের আব্দুল্লাহ, পাপ্পু, ফারুখ, মাসুম, রফিক, বেল্লাল হাওলাদার, হানিফ কালু, কামাল, শফিক, শাহ আলম, ইউসুফ, আমিন প্রমূখ। আজ রবিবার একই সময় আবারো বিক্ষোভ মিছিল হবে বলে ব্ক্তারা জানান।