স্থানীয় সংবাদ

কেসিসির শিক্ষা অফিসার তাছাদ্দেক রাজস্ব অফিসার পদে পদোন্নতি

স্টাফ রিপোর্টারঃ আবারো খুলনা সিটি কর্পোরেশনে (কেসিসি) তিনটি পদে রদ বদল করা হয়েছে। গত ৮ আগস্ট কেসিসির সচিব সানজিদা বেগম স্বাক্ষরিত অফিস আদেশে এ রদ বদল করা হয়। রদ বদলকৃতরা হলেন, শিক্ষা ও সাংস্কৃতি অফিসার এক কে এম তাছাদুজ্জামানকে নিজ দায়িত্বসহ রাসজ্ব কর্মকর্তার (আরও) অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে। রাজস্ব কর্মকর্তা (আরও) মোঃ অহিদুজ্জামান খানকে কনজারভেন্সী অফিসার পদে ও সহকারি প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশিদকে প্রশাসনিক কর্মকর্তা পদে রব বদল করা হয়। জনস্বার্থে এ আদেশ জারী করা হয়েছে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়। এর আগে গত ৬ আগস্ট ৯ পদে রদ বদল করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button