স্থানীয় সংবাদ

বাগেরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত কর্মীদের উপর সন্ত্রাসী হামলা

সংবাদ সম্মেলন

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাট জেলা শহরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত কর্মীদের উপর সন্ত্রাসী হামলা হয়েছে। এ হামলার প্রতিবাদে এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবীতে রবিবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে আহত শিক্ষার্থীরা। আর এই সংবাদ সম্মেলন থেকে সাধারণ জনগনকে একতাবদ্ধ হয়ে অন্যায় চাঁদাবাজি, সন্ত্রাস, দূর্নীতি এবং সহিসংতার বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানান শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অভিযোগ গত ৬ আগষ্ট থেকে বাগেরহাটের বিভিন্ন এলাকায় অসংখ্য সহিংসতার ঘটনা ঘটে। জেলায় ঘটে যাওয়া সহিংসতার বিরুদ্ধে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত শিক্ষার্থীরা জেলায় ঘটে যাওয়া সহিংসতায় আহতদের হাসপাতালে দেখতে যান। তাদের খোঁজ খবর নেন। জেলার সহিংসতা বন্ধে শিক্ষার্থীরা কুইক রেন্সপন্স টিম গঠন করে জেলার সাধারণ মানুষের নিরাপত্তা দিতে কাজ করে। এছাড়াও শিক্ষার্থীরা দলগতভাবে ট্রাফিক কন্ট্রোল, পরিচ্ছন্নতা অভিযানসহ নানা সামাজিক কাজ অব্যাহত রেখেছে। এর মধ্যে গত গত শুক্রবার বাগেরহাট পৌর পার্কে একদল সন্ত্রাসী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত ঝত্বিক, রাদ ও ফারদিন নামের তিন শিক্ষার্থীর উপর হামলা করে আহত করে। এতে এসব শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় পড়েছে। এই হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবী তুলেছেন শিক্ষার্থীরা। আগামীতে বাগেরহাটে আর কোন ধরনের সহিংতা ঘটুক তা ছাত্র সমাজ চায়না বলে সংবাদ সম্মেলনে বলা হয়। তাই সাধারণ জনগনকে একতাবদ্ধ হয়ে অন্যায় চাঁদাবাজি, সন্ত্রাস, দূর্নীতি এবং সহিসংতার বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানান শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলনে শিক্ষার্থী রাইয়ান, ঝত্বিক, রাদ ফারদিনসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এদিকে, গত কয়েক দিন ধরে বাগেরহাটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দলগতভাবে ট্রাফিক কন্ট্রোল, পরিচ্ছন্নতা অভিযানসহ নানা সামাজিক কর্মকান্ড অব্যাহত রেখেছে। তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালে দেয়ালে নানা স্লোগান ও গ্রাফিতি এঁকেছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button