স্থানীয় সংবাদ

কেসিসির সম্পদ রক্ষায় মাঠে নেমেছে কর্মচারি ইউনিয়ন

শলুয়ায় মাছ লুট বন্ধ, কাচারি ঘাটে টোল আদায়ে কেসিসি

স্টাফ রিপোর্টারঃ খুলনা সিটি কর্পোরেশনের কর্মচারি ইউনিয়ন প্রতিষ্ঠানের সম্পদ রক্ষায় মাঠে নেমেছে। তারই ধারাবাহিকতায় শলুয়ায় কেসিসির প্রকল্পের ভিতরের পুকুরে মাছ লুটের ঘটনা ঠেকিয়েছে তারা। কেসিসি কর্মচারি ইউনিয়নের সভাপতি উজ্জল কুমার সাহার নেতৃত্বে ইউনিয়নের একদল নেতা রবিবার বেলা ১২টার দিকে গিয়ে এ মাছ লুটের বিষয়টি ঠেকায়। তিনি জানান, শলুয়ার বিল ডাকাতিয়ায় কেসিসির নিজস্ব জমিতে বড় বড় পুকুর রয়েছে। সেখানে প্রচুর মাছ রয়েছে। দেশের অস্থিরতার সুযোগে একদল দুর্বৃত্ত রবিবার বেলা ১২টার দিকে জাল নিয়ে কেসিসির প্রকল্পের মধ্যে আসে। তারা মাছ ধরার প্রস্তুতি নেয। এমন সময় এলাকাবাসী খবর দেয়। এলাকাবাসীর খবর পেয়ে উজ্জল কুমার সাহার নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে যান। তারা দুর্বৃত্তদের বলেন, এসব পুকুর কেসিসির নিজস্ব সম্পত্তি। এখানে কেউ জোর করে মাছ ধরতে পারবেন না। পরে দুর্বৃত্তরা জাল নিয়ে এলাকা ত্যাগ করে। একইভাবে কেসিসির ঘাট হওয়া সত্বেও বড় বাজার কাচারি ঘাট বহিরাগতরা খাজনা বা টোল আদায় করতো। বিষয়টি জানার পর কর্মচারি ইউনিয়নের সভাপতি উজ্জল কুমার সাহা ঘাটে যান। তিনি স্থানীয় বিএনপি নেতাদের মাধ্যমে ঘাট থেকে বহিরাগতদের বিতাড়িত করেন। রবিবার সকাল থেকে কেসিসির নিজস্ব লোক ঘাট থেকে টোল আদায় শুরু করেছেন। এছাড়া ফুলবাড়িগেট এ্যাযাক্স জুট মিল ঘাট ও রূপসা ঘাট থেকে কেসিসি টোল আদায় করতে পারছে না। বহিরাগতরা এখান থেকে টোল আদায় করছে। এ ব্যাপারেও কর্মচারি ইউনিয়ন শিগগিরই হস্তক্ষেপ করবেন বলে উজ্জল কুমার সাহা জানান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button