ট্রাফিকের কাজে নিয়োজিত শিক্ষার্থীদের মাঝে দুপুরের খাবার বিতরণ করেন খুলনা উন্নয়ন কমিটি

খবর বিজ্ঞপ্তি ঃ ট্রাফিকের দায়িত্বে পুলিশ সদস্যরা না আসায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ট্রাফিকের দায়িত্ব পালন করে আসছে। গতকাল দুপুরে খুলনা সিটি কর্পোরেশন এলাকায় নৌবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কমান্ডার মজিবের নিকট শিববাড়ি মোড়ে শিক্ষার্থীদের হাতে খাবার তুলে দেন খুলনা উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ-জামান, ভারপ্রাপ্ত মহাসচিব মোঃ মনিরুজ্জামান রহিম, সহ-সভাপতি মোঃ নিজামউর রহমান লালু, অর্থ-সম্পাদক মিনা আজিজুর রহমান, সহ-সভাপতি মিজানুর রহমান বাবু, যুগ্ম মহাসচিব এ্যাড. শেখ হাফিজুর রহমান হাফিজ, বাণিজ্য সম্পাদক মোল্লা মারুফ রশীদ, শ্রম সম্পাদক মোঃ খলিলুর রহমান, অধ্যাপক মোঃ আযম খান, কৃষি সম্পাদক রকিব উদ্দিন ফারাজী, ছাত্র বিষয়ক সম্পাদক সরদার রবিউল ইসলাম রবি, নির্বাহী সদস্য আফজাল হোসেন রাজু, প্রকৌশলী সেলিমুল আজাদ, শিকদার আব্দুল খালেক ও প্রমিতি দফাদার প্রমুখ।