খুলনার ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠানে বাঁশের লাঠি রাখার আহবান

# নতুনবাজারে মতবিনিময়কালে মনা-তুহিন #
খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা মহানগর বিএনপির নেতারা ব্যবসায়ী প্রতিষ্ঠানে বাঁশের লাঠি রাখার আহবান জানিয়ে বলেছেন, ছাত্র-জনতার বিজয়কে নস্যাৎ করতে ইতোমধ্যে দুষ্কৃতিকারীরা পরিকল্পিত অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। বাড়ি ঘর, ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি, হামলা, ভাংচুর ও লুটতরাজে লিপ্ত হয়েছে। অনেককে ভয় দেখিয়ে বাড়ি ও এলাকা ছাড়া করার মতো সন্ত্রাসী কাজে লিপ্ত দুষ্কৃতিকারীদের প্রতিহত করতে বাশের লাঠির বিকল্প নেই।
আইনকে যাতে কেউ নিজ হাতে তুলে নিতে না পারে সেজন্য গণতন্ত্রকামী মানুষ সার্বিক সহায়তা প্রদান করবেন। দেশকে পরিকল্পিতভাবে অস্থিতিশীল করার চক্রান্তকে প্রতিহত করতে হবে।
সোমবার (১২ আগস্ট) বিকাল সাড়ে ৫টায় নগরীর নতুন বাজারে খুলনা চিংড়ি বনিক সমিতি ও কেডিএ রূপসা মার্কেটের ব্যবসায়ীদের সাথে মতবিনিময়কালে বক্তারা এ আহবান জানান। তারা আরো বলেন, সুযোগ সন্ধানী অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে হবে। কেউ যাতে বিএনপির নাম ভাঙিয়ে অপতৎপরতা চালাতে না পারে সে সম্পর্কে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহের সকল পর্যায়ের নেতাকর্মীকে সাবধান থাকতে হবে। বিএনপির নাম ভাঙিয়ে অপকর্মকারীরা যাতে পার পেতে না পারে সেজন্য সার্বক্ষণিক পাহারা দেয়ার জন্য দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
খুলনা চিংড়ি বনিক সমিতির সভাপতি এস এম নুরুজ্জামান বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন। এসময় আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, বেগম রেহেনা ঈসা, কাজী মাহমুদ আলী, বদরুল আনাম খান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, আশরাফুল আলম খান নান্নু, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদী, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, মনিরুজ্জামান মন্টু, মিজানুর রহমান মিলটন, শফিকুল ইসলাম শফি, আলী আক্কাস, ব্যবসায়ী শামসুল আলম খান, ওহেদুজ্জামান, এস এম নুরুল আলম দিপু, জিএম রফিকুল হাসান, নেহিবুল হাসান নেহিম, শফিকুল ইসলাম শাহিন, তাজিম বিশ্বাস, সিরাজুল ইসলাম লিটন, জহিরুল ইসলাম জুয়েল, শহিদুল ইসলাম, মফিজুল সরদার, শাহারুজ্জামান মুকুল, আলী হোসেন সানা, মন্টু মোল্লা, ইকবাল হোসেন বাবু, কবির ফরাজী, জহির শেখ, পারভীন বেগম, সুলতানা রহমান, ময়না, নাছিমা আক্তার, লাবনী পারভিন, পারুল প্রমূখ।