শেখ হাসিনার বিচারের দাবীতে বিভিন্ন স্থানে বিএনপির অবস্থান কর্মসূচি পালন

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে
প্রবাহ ডেস্ক
বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে বিভিন্নস স্থানে বিএনপিও সহযোগি সংগঠন বুধবার অবস্থান কর্মসূচি পালন ও বিক্ষোভ সমাবেশ করেছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানোর বিস্তারিত সংবাদ।
পাইকগাছা
ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে দুই দিনব্যাপী অবস্থান কর্মসূচির প্রথম দিন পালিত হয়েছে। বুধবার সকাল ১১টায় পাইকগাছা উপজেলা, পৌর বিএনপিসহ সকল সহযোগী সংগঠনে উদ্যোগে উপজেলা বিএনপির দুটি গুরুপ পৃথক স্থানে পালন করে। উপজেলা বিএনপির সভাপতি ডাঃ আব্দুল মজিদ শহীদ মিনার চত্ত্বরে ও অন্য গুরুপ বিএনপির দলী কার্যলয়ের নিচে অবস্থান কর্মসুচি পালন করে। শহীদ মিনারে পৌর বিএনপির আহবায়ক সেলিম রেজা লাকির সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন চিকিৎসক আঃ মজিদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল হোসেনর পরিচালনায় বক্তব্য রাখেন আইনজীবী জি এম আঃ সাত্তার, শাহাদাৎ হোসেন ডাবলু, তুষার কান্তি মন্ডল, মোস্তফা মোড়ল, শেখ ইমামুল ইসলাম, শেখ আনারুল ইসলাম, নাজির আহম্মেদ, আইনজীবী সাইফুদ্দিন, আজাহারুল ইসলাম, প্রনব কান্তি মন্ডল, অধীর কৃষ্ণ মন্ডল, আসাদুজ্জাম খোকন, মমিনুল ইসলাম বাহার, প্রভাষক ইকবাল হোসেন, মেছের আলী সানা,মাষ্টার মুজিবুর রহমান, বাবর আলী গোলদার, তোফাজ্জল সরদার, আবুল কাশেম, শেখ আসাদুজ্জামান ময়না, শেখ হাবিবুর রহমান, মনিরুজ্জামান মনি, হুরাইরা বাদশা, সরোজিৎ ঘোষ দেবেন, শাহিনুর রহমান, কাজী মুজিবর, আলমগীর হোসেন, শহিদুল ইসলাম, মফিজুর ইসলাম টাকু, মিজান গাজী,, সামছুর জামান সরদারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অপরদিকে বিএনপি দলীয় কার্যলয়ের নিচে আসলাম পারভেজের সভাপতিত্বে ও এএস এম ইমদাদুল হকের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি নেতা শেখ ইমাদুল ইসলাম, কাউন্সিলর কামাল আহমেদ আহমেদ সেলিম নেওয়াজকামাল আহমেদ সেলিম নেওয়ার, তৌহদুজ্জামান মুকুল, কাজী সাজ্জাদ আহমেদ মানিক, ইমরান সরদার, যজ্ঞেশ্বর কার্তিক, রুস্তম গাজী, আসাদুল্লাহ আল গালিব, সোহেল গাজী, ফয়সাল রাশেদ সনি, মোল্লা ইউনু, সহ ইউনিয়নের সভাপতি সম্পাদক সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সাতক্ষীরা
ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী শেখ হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবীতে সাতক্ষীরা জেলা বিএনপির দুই গ্রুপের পৃথক দুটি স্থানে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। বুধবার সকাল ১০টায় শহরের পুরাতন মাইক্রোবাসষ্ট্যান্ডে ও সঙ্গীতা মোড়ে অনুষ্ঠিত পৃথক অবস্থান কর্মসুচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ন আহবায়ক শেখ তারিকুল হাসান ও জেলা বিএনপির সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলীম। অবস্থান কর্মসূচী দুটিতে আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সমন্বয়ক ও যুগ্ন আহবায়ক হাবিবুর রহমার হবি, তালা উপজেলা বিএনপির সভাপতি মৃনাল কান্তি রায়, বিএনপি নেতা এড. তোজাম্মেল হোসেন তোজাম, আবুল হাসান হাদী, শের আলী, আবু জাহিদ ডাবলু, আহসানুল কাদির স্বপন, জেলা যুবদলের প্রধান সমম্বয়ক আইনূল ইসলাম নান্টা, জেলা ছাত্রদলের সভাপতি শরিফুজ্জামান সজিবসহ অন্যান্যরা। বক্তারা বলেন, ছাত্রদের গণহত্যা, রাজনৈতিক নেতাদের হত্যা, গুম, জুলুম-নির্যাতন ও হামলা মামলার দায়ে স্বৈরাচার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। তাকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। ফ্যাসিবাদের দোসররা যাতে কোন ভাবে পার না পায় সেজন্য সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। দীর্ঘ ১৭ বছরে জুলুম নির্যাতন, গুম খুনের সাথে জড়িতদের অবশ্যই বিচার করতে হবে।
বাগেরহাট
বাগেরহাট জেলা বিএনপিও সহযোগি সংগঠন বুধবার দুপুরে শহীদ মিনার চত্বরে অবস্থান কর্মসূচি পালন ও বিক্ষোভ সমাবেশ করেছে। কোটা সংস্কারে আন্দোলনরত শিক্ষার্থীদের হত্যার দায়ে দেশ ত্যাগ করা প্রধান মন্ত্রী শেখ হাসিনার বিচার দাবীতে আয়োজিত এ কর্মসুচী চলাকালে বক্তব্য দেন জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম, সদস্য সচিব মোজাফফর রহমান আলম, কর্মসূচীর প্রধান সমন্বয়কারী জেলা বিএনপির সাবেক সভাপতি এম সালামসহ বিএনপি নেতা শেখ শাহেদ আলি রবি, সরদার লিয়াকত আলী, সৈয়দ নাসির আহম্মেদ মালেক, জুলফিকার আলী ও মহিলাদল নেত্রী শাহিদা আক্তারসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাটে দুদিন ব্যাপী অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে। বুধবার প্রথম দিনে বাগেরহাট শহীদ মিনার চত্বরে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা জড়ো হয়ে অবস্থান কর্মসূচিতে অংশ নেয়। বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে। বিএনপি নেতা এমএ সালাম উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, জেলায় কোথাও কোন অপ্রীতিকর ঘটনা বা সহিংসতার ঘটনা না ঘটে। এ জন্য নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান। জেলার রামপাল উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠন পৃথকভাবে অনুরুপ কর্মসূচী পালন করেছে বলে জানানো হয়।
নড়াইল
নড়াইলে জেলা বিএনপির পক্ষ থেকে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। বুধবার বেলা ১১টা থেকে এ অবস্থান কর্মসূচি শুরু হয়ে চলে বিকেল পর্যন্ত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জেলা শাখার আয়োজনে নড়াইল চৌরাস্তায় অবস্থিত জেলা বিএনপির কার্যালয় এর সামনে এ কর্মসূচি পালিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জেলা শাখার সভাপতি বিশ^াস জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে সিনিয়র সহ-সভাপতি মোঃ জুলফিকার আলী, সহ-সভাপতি মুন্সী শাহীন উল্লাহ মোহন, সাধারন সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জজ, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মোজাহিদুর রহমান পলাশ, যুগ্ন সাধারণ সম্পাদক খন্দকার আজিজুল ইসলাম বাবু, নড়াইল পৌর বিএনপির আহবায়ক মোঃ আজিজুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খন্দকার ফসিয়ার রহমান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সায়াদাত কবীর রুবেল, জেলা ছাত্র দলের সভাপতি ফরিদ বিশ^াস, সাধারণ সম্পাদক মাহামুদুল হাসান সনি, সরকারি ভিক্টোরিয়া কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব হামিদুল ইসলাম তনুসহ জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাবেবক দল, ছাত্রদল, শ্রমিক দলসহ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মি এসময় উপস্থিত ছিলেন।