সংখ্যালঘু ও গুরু বলে কিছু নেই আমরা সবাই বাংলাদেশের নাগরিক : গোলাম পরওয়ার

সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি ঃ জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল ও খুলনা-৫’র সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন- এদেশে জাতি, বর্ণ ও গোষ্ঠীগত ভাবে আমরা বাস করি। তারমধ্যে মধ্যে কোন কোন গোষ্ঠীর জনসংখ্যা বেশি, আবার কম। এখানে বেশি সংখ্যার লোকদের সংখ্যা গুরু আর কম সংখ্যার লোকদের সংখ্যালঘু বলা হয়ে থাকে। কিন্তু আজ থেকে অর্থাৎ ৫আগষ্ট ছাত্র-জনতার গণ-অভ্যুথানের মধ্যে দিয়ে তা মুছে ফেলা হয়েছে। এখন আমরা সকলেই বাংলাদেশের নাগরিক। আজ থেকে একজন মুসলিম নাগরিক যে অধিকার নিয়ে বসবাস করবে ঠিক তেমনি একজন হিন্দু বৌদ্ধ ক্রিষ্ট্রান নাগরিকও সেই একই অধিকার নিয়ে বসবাস করবে। বুধবার বিকেলে ডুমুরিয়ার শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে অনুষ্ঠিত আইন-শৃংখলা সুরক্ষা ও ভিন্ন ধর্ম অবলম্বীদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ডুমুরিয়া কেন্দ্রীয় কালবাড়ি মঠ কমিটির সহ-সভাপতি এ্যাড. অশোক কুমার সিংহের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় তিনি আরও বলেন- খুলনা-৫ তথা ডুমুরিয়া-ফুলতলা সংসদীয় আসনে আমি এমপি ছিলাম। সেই সুবাদে এই ডুমুরিয়ার অনেক মানুষ আমাকে অনেক ভালো বাসেন। আমারও অনেক প্রিয় মুখ ও ভালোবাসার মানুষ এই ডুমুরিয়ায় রয়েছে। কিন্তু পরিস্থিতির করণে তাদের সঙ্গে আমি সাক্ষাৎ বা দেখা করার সুযোগ পাইনি। সৈরাচারী হাসিনা সরকার তা করতে দেয়নি। ফ্যাসিবাদী ওই সরকার অন্যায় ভাবে জুলুম করে আমাকে মামলার ওপর মামলা দিয়ে জেল খাটিয়েছে। হাসিনা সরকারের ১৫ বছরে আমি ৬বার গ্রেফতার হয়েছি এবং প্রায় ৮ বছর কারাবাস করেছি। কিন্তু ৫ আগষ্ট এদেশের ছাত্র-জনতার এক গণ-অভ্যুথানের মধ্যে দিয়ে জুলুমবাজ হাসিনা সরকারের পতন হয়েছে। জাতির একদল সুর্য্য সন্তান জীবন বাজি রেখে যুদ্ধ করে আমাদেও দ্বিতীয় মুক্তিযুদ্ধ এনে দিয়েছে। তাই আজ আমি আমার প্রিয়মুখ ও ভালোবাসার মানুষদের দেখছি এবং আনন্দ উপভোগ করছি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির আহবায়ক মোল্ল্যা মোশাররফ হোসেন মফিজ। এ সময় আরও বক্তব্য রাখেন জামায়ত নেতা মাওলানা আবুল কালাম আজাদ, জামাতের জেলা আমীর মাওলানা ইমরান হুসাইন, সাহস ইউপি চেয়ারম্যান মোল্ল্যা মাহাবুর রহমান, কৃষক দলের মোল্ল্যা কবির হোসেন, মিলন কান্তি মল্লিক, অরুণ গোলদার, ডাঃ হরিদাশ মন্ডল, নিত্যানন্দ মন্ডল, কৃষ্ণপদ নন্দী, রঞ্জন জোয়ার্দ্দার, অশোক আচার্য্য, তপন সাহা, পরিতোষ কুমার বালা, স্বপন মিস্ত্রিী, বিপুল মন্ডল, অরুণ ম্ডল প্রমুখ। এরপর তিনি ডুমুুরিয়া বসষ্ট্রান্ডে অনুষ্ঠিত শান্তি সমাবেশে যোগদান করেন এবং দুপুরের দিকে তিনি উপজেলার শরাফপুর ও চুকগনর এলাকায় যান এবং সর্বস্তরের মানুষের সঙ্গে মতবিনিময় করেন।