এক নারীর কাছ থেকে পৌনে ১২লাখ টাকা হাতিয়ে নেওয়ায় যশোরে মামলা

অনলাইন প্লাটফরম টিকটকের মাধ্যমে পরিচয়ে
যশোর ব্যুরো ঃ অনলাইন প্লাটফরম টিকটকে পরিচয়ের এক পর্যায় স্বামী পরিত্যক্তা রাবেয়া আক্তার পপি(৩৩)কে সিআইডি পরিচয় দিয়ে এক যুবক মাত্র ১০ মাসের মধ্যে বিয়ের প্রলোভনসহ নানা কৌশল নিয়ে বিকাশ,নগদ ও রকেটের মাধ্যমে ১১লাখ ৭৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। ঘটনাটি যশোর শহরের খড়কী গ্রামের রেহেনা বেগম এর বাড়ির ভাড়াটিয়া সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানার বুরুঙ্গাচরা গ্রামের মৃত শাইলেস হাওলাদারের মেয়ের। এ ঘটনায় মঙ্গলবার ১৩ আগষ্ট রাতে কোতয়ালি থানায় মামলা হয়েছে।
এামলায় উক্ত নারী উল্লেখ করেন, তিনি একজন স্বামী পরিত্যক্তা। তার ডিভোর্স হওয়ার পর তিনি তার পিতার বাড়িতে বসবাস করতেন। বর্তমানে তিনি গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন একটি প্রাইভেট কোম্পানীতে চাকুরি করেন। তার বাবা তার ভবিষ্যতের কথা চিন্তা কওে তার জমি বিক্রয় করা তার এক্সিম ব্যাংকের একাউন্টে কয়েক লাখ টাকা রাখে। উক্ত নারী টাকা খরচ করতে থাকে। ইতিমধ্যে পরিবারের সাথে ওই নারীর মনোমানিল্য ঘটে। এক পর্যায় বাদি নিজের পায়ে দাঁড়ানোর সিদ্ধান্ত গ্রহন করেন। সেই মোতাবেক কাজের সুবাদে তার এক বন্ধুর মাধ্যমে যশোর শহওে আসেন এবং বর্তমান খড়কী উক্ত বাড়িতে ভাড়া নিয়ে বসবাস করতে থাকেন। এর মধ্যে অনলাইনের কাজের মাধ্যমে গত অনুমান গত বছরের ৭ সেপ্টেম্বর অনলাইনের প্লাটফরমের মাধ্যমে উক্ত অজ্ঞাতনামা যুবকের সাথে টিকটকে পরিচয় হয়। পরবর্তীতে মেসেজ ও ইমুর মাধ্যমে কথোপোকথন হতো। এক সময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। উক্ত নারী তার নাম জানতে চাইলে সে সালমান নাম বাড়ি ঢাকায় বলে পরিচয় দেন। এভাবে তাদের মধ্যে কথাবার্তার এক পর্যায় হঠাৎ উক্ত যুবক জানায় তার চাকুরীকে সমস্যা হয়েছে। তার সমস্যা সমাধানের জন্য ১০লাখ টাকা লাগবে। এই বলে উক্ত যুবক কেঁদে দেয়। পরবর্তীতে উক্ত নারী যুবকের দেখা বিকাশ,রকেট ও নগদ নাম্বারে পর্যায়ক্রমে টাকা পাঠিয়ে ১১লাখ ৭৫ হাজার টাকা পাঠায়। এর পর উক্ত যুবক তার মোবাইল নাম্বার বন্ধ করে দেয়। প্রতারণা মূলকভাবে উক্ত নারীর কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে আত্মসাত করে এটা নারী বুঝতে পেরে কোতয়ালি থানার স্মরনাপন্ন হয়ে মামলা করেন।#


