আবু সাঈদ ও মুগ্ধ’র খুনিদের ফাঁসি না হওয়া পর্যন্ত মুক্তিকামী ছাত্র-জনতা রাজপথ ছাড়বে না : এসএম আরিফুর রহমান মিঠু

স্টাফ রিপোর্টার : খুলনা মহানগর বিএনপি’র সাবেক কোষাধ্যক্ষ ও বিশিষ্ট শিল্পপতি এস. এম. আরিফুর রহমান মিঠু বলেছেন, শহীদ আবু সাঈদ ও মীর মাহফুজুর রহমান মুগ্ধসহ যেসব ছাত্র-জনতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গণঅভ্যুত্থানে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশকে দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছে- সেইসব বীর শহীদ যোদ্ধাদের খুনিদের ফাঁসি না হওয়া পর্যন্ত মুক্তিকামী ছাত্র-জনতা রাজপথ ছাড়বে না। খুনিদের ফাঁসির দাবিতে আন্দোলন অব্যাহত থাকবে। তিনি বলেন, গণহত্যার দায়ে খুনি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে ফাঁসি দিতে হবে। অন্যথায় তরুণ প্রজন্ম আমাদের ক্ষমা করবে না। একই সঙ্গে সন্ত্রাসী কর্মকান্ডে সম্পৃক্ত আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ এবং দলের নিবন্ধন বাতিল করতে হবে। নতুন প্রজন্মের শোককে শক্তিতে পরিণত করে যুদ্ধ চালিয়ে যেতে হবে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে নগরীর শিববাড়ি মোড়ে তৃণমূল জনতার শক্তি আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিলে তিনি এসব কথা বলেন। আরিফুর রহমান মিঠু আরও বলেন, গণঅভ্যুত্থানের পর আওয়ামী দুষ্কৃতকারীদের একটি বড় অংশ বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রছায়ায় আশ্রয় নিয়েছে। তারা আবারও আগের মত মাথাচাড়া দিয়ে উঠে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এসব সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের গ্রেফতারের জন্য পুলিশ ও যৌথ বাহিনীর প্রতি আল্টিমেটাম দেন তিনি। সমাবেশ ও বিক্ষোভ মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এস এম জসিম উদ্দিন, মো. মনিরুল ইসলাম মনির, শহিদুল ইসলাম বাবু, মো. জসিম খান, মো. গোলাম রাব্বি, আব্দুল মালেক হাওলাদার, আব্দুর রহিম, মোঃ মনির হোসেন, মো. আল-আমিন, শওকত আলী মাসুম, আরিফুল ইসলাম, আসাদুজ্জামান নয়ন, হেলাল চৌধুরী, মোঃ হাসান প্রমুখ।