স্থানীয় সংবাদ

টুটপাড়ায় আল্লামা সাঈদী’র রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার : প্রখ্যাত মুফাসসিরে কোরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী’র (রাহি:) প্রথম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বুধবার খুলনা মহানগরীর দক্ষিণ টুটপাড়াস্থ বড় খালপাড় আল আমিন জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে সকাল থেকে মাইকে আল্লামা সাঈদী’র তাফসির মাহফিল প্রচার করা হয়। বাদ জোহর স্থানীয় আল-আমিন জামে মসজিদে তার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা ও আল্লামা সাঈদী’র জীবন ও কর্মের উপর সংক্ষিপ্ত আলোচনা করেন আল-আমিন জামে মসজিদের খতিব ও পেশ ইমাম আলহাজ্ব মাওলানা মোঃ শাফায়াতুল ইসলাম। আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা মুহাম্মদ বদরুজ্জামান, মোঃ আসাদুজ্জামান, মোহাম্মদ ইউসুফ, আব্দুল হক, আব্দুল মোতালেব, হাফেজ মোঃ কামরুজ্জামান, হাফেজ মো. আবিদ হাসান প্রমুখ। এছাড়াও দোয়া মাহফিলে এলাকার মুসল্লিদের মধ্যে গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button