গণমাধ্যমে প্রতিবেদন লেখা সম্পর্কে উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত

দলিত কর্তৃক আয়োজিত
স্টাফ রিপোর্টার ঃ জাতপাত পেশাভিত্তিক বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামিক রিলিস সুইডেনের অর্থায়নে দলিত কর্তৃক আয়োজিত সম্ভবনাময় দলিত যুব এবং সাংবাদিকদের দলিত অধিকার সম্পর্কে সংবাদপত্র/গণমাধ্যমে প্রতিবেদন লেখা সম্পর্কে উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নগরীর সিএসএস আভাসেন্টারে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, দলিত সংস্থার এক্সিকিউটিভ ডিরেক্টর স্বপন কুমার দাস, অতিথি ছিলেন, নর্দান ইউনিভার্সিটি গণ যোগাযোগ সাংবাদিক বিভাগের লেকচারার মো: মতিউর রহমান, এম এম সিটি কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মোঃ ফারুক হোসেন। কর্মশালায় প্রশিক্ষক ছিলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মো: তাজুল হোসেন তাজ ও মো: হাসান শেখ। আরও উপস্থিত ছিলেন, রাইস অব দলিত প্রকল্পের প্রকল্প কর্মকর্তা পান্না লাল জমাদ্দার, দলিত সংস্থার হেড অব প্রোগ্রাম ইনচার্জ উত্তম কুমার দাস, খুলনা বিশ্ববিদ্যালয়ের ¯œাতকত্তর রুবায়েত হোসেন ও জায়েদ বিন সিদ্দিক। কর্মশালায় দলিত যুবদের তাদের অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে গণমাধ্যমের গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয়। এখানে সাংবাদিকতার উপরে প্রাথমিক ধারণা দেওয়া হয়।