বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি খুলনা জেলা শাখার দোয়া মাহফিল ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার ঃ গতকাল শুক্রবার জুম্মা বাদ বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি, খুলনা জেলা শাখার উদ্যোগে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত আবু সাঈদসহ সকল শহীদদের রূহের মাগফেরাত কামনায় এক দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবগঠিত কমিটির আহ্বায়ক এস এম কবির উদ্দিন বাবলু। উক্ত দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক মোঃ জিল্লুর রহমান জুয়েল, যুগ্ম আহ্বায়ক মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ সুজা, যুগ্ম আহ্বায়ক নাজমুস সাকির পিন্টু। এছড়া অন্যান্যদের মধ্যে সদস্য মধ্যে সুমন দেবনাথ অপু, সমর কুমার কুন্ডু, গাজী মোহাম্মদ আলী, মোঃ আনিসুর রহমান লিটু, সাইফুল ইসলাম লালন, শেখ মনিররুল ইসলাম, মোস্তফা কামাল বাবুল, মোহাম্মদ হাফিজুর রহমান লিটন, মোঃ শহিদুল আলম তুহিন, মোঃ শাহ জামাল প্রিন্স, মোঃ মাসুদুন নবী, মোঃ মনিরুল ইসলাম, ভূঁইয়া আসাদুজ্জামান মামুন, মোঃ আশিকুজ্জামান লনি । আরো উপস্থিত ছিলেন হেরাজ মার্কেট কমিটির নেতৃবৃন্দ। সকল থানা উপজেলা কমিটির সভাপতি ,সাধারণ সম্পাদক,সহ বিপুল সংখ্যক কেমিস্টবৃন্দ। উক্ত দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন বাইতুল আমান জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা মাছুদুর রহমান। এর আগে দীর্ঘ ৮মাস ধরে খুলনা জেলা বিসিডিএস অফিস তালা মেরে একটি কুচক্রীমহল দখল করে রেখে ছিল। সমিতির সাধারণ সদস্যরা অফিসের তালা খুলে দখলমুক্ত করেন। পরে বর্তমান সমিতির অবস্থান ও সমিতির সাধারন সদস্যরা বিভিন্ন বিষয়ে বক্তব্য তুলে ধরেন। এ সময়ে সাবেক কমিটির নেতৃবৃন্দের বিরুদ্ধে নির্বাচন বাবদ সমিতির ফান্ড থেকে অবৈধভাবে ১১ লাখ টাকা তুলে নেয়ার সুস্পষ্ট অভিযোগ তুলে ধরা হয়। এর আগে সাধারণ সদস্যদের তোপের মুখে পড়েন সাবেক সমিতির সভাপতি মোজাম্মেল হক। পরে সেখান থেকে তিনি বেরিয়ে যান। সমিতির ফান্ড থেকে অবৈধভাবে টাকা তুলে নেয়ার ঘটনায় যারা দোষী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন সাধারণ সদস্যরা। উল্লেখ্য, গত ১১ আগষ্ট রোববার বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি খুলনা জেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওই দিন সকালে নগরীর ময়লাপোতা মোড়স্থ বিসিডিএস খুলনা শাখা আয়োজিত এ মতবিনিময় শেষে এস এম ক্িবর উদ্দিন বাবলুকে আহবায়ক করে ২১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। এর আগে পুর্বনির্ধারিত মতবিনিময় সভা বেলা ১১টায় অনুষ্ঠানের কথা থাকলেও অফিস তালাবন্ধ থাকায় সদস্যরা ওই দিন অফিসের সামনেই এ সভা করেন। বিগত তিন বছর আগে বিসিডিএস খুলনা শাখা নির্বাচিত কমিটিকে পাশ কাটিয়ে একটি তথাকথিত কমিটি গঠন হয়। তাই দেশের সাম্প্রতিক পরিবর্তনের পর খুলনা বিসিডিএস নতুন করে পথ চলতে শুরু করলো। সভায় এস এম কবির উদ্দিন বাবলুকে আহবায়ক এবং মো: জিল্লুৃর রহমান জুয়েল ও মো: রিয়াজ উদ্দিন সুজাকে যুগ্ম আহবায়ক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। গঠিত কমিটির সদস্যরা হলেন নাজমুস সাকিব পিন্টু, সুমন দেবনাথ অপু, সময় কুমার কুন্ডু, মোহাম্ম মাসুদুর রহমান ডালু, গাজী মোহাম্বমদ আলী, মো: আনিসুর রহমান লিটু, সাইফুল ইসলাম লালন, সৈয়দ আসিফ ইকবাল লিটন, মোহাম্মদ নাসির উদ্দিন, শেখ মনিরুল ইসলাম, মোস্তফা কামাল বাবলু, মো: হাফিজুর রহমান লিটন, মো: শহিদুল আলম তুহিন, মো: শাহজামাল প্রিন্স, মো: মাসুদন নবী, মো: মনিরুল ইসলাম, ভুইয়া আসাদুজ্জামান মামুন ও মো: আশিকুজ্জামান লনি।